শিরোনাম
◈ বিদ্যুৎ আমদানিতে আদানির ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক ◈ হাইকোর্টে চিন্ময় দাসের জামিন ◈ আবারও ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি ◈ আজ গভীর রা‌তে বা‌র্সেলোনা ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ প্রতিনিয়ত যুদ্ধের হুমকি, প্রস্তুতি না রাখা আত্মঘাতী: প্রধান উপদেষ্টা ◈ বড় সুখবর দ্বৈত নাগরিকত্বের আবেদনকারীদের জন্য ◈ টি-টোয়েন্টি সি‌রিজ খেল‌তে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ ◈ আমার স্বামী চায় আমি খোলামেলা জামা পরি: মডেল পিয়া বিপাশা ◈ বিচারকাজে বাধা ও হুমকি: শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ◈ ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রধান উপদেষ্টার ঘর হস্তান্তর: সেনাবাহিনীর দক্ষতায় অর্ধেক খরচে সফল বাস্তবায়ন

প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৪, ০৭:৫৮ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রাবণেও চৈত্রের তাপদহ: অতিষ্ঠ জনজীবন 

সালেহ ইমরান: [২] বর্ষার প্রথম মাস আষাঢ় পেরিয়ে এখন শ্রাবণের দ্বিতীয় সপ্তাহ, তবুও নেই কাঙ্খিত বৃষ্টি। টানা দু’সপ্তাহ হতে চললো ঢাকায় ভারী বৃষ্টি হয়নি। প্রচণ্ড গরমে জনজীবনে হাসফাঁস অবস্থা। দিনের বেলায় ঠা ঠা রোদে বাইরে  বের হওয়া দায়। আকাশে মেঘের কোনো ঘনাঘটা নেই। মাঝেমধ্যে কিছুটা  মেঘ  দেখা গেলেও তা কেটে যাচ্ছে রোদের তেজে।  কোথাও ছিটেফোটা সামান্য বৃষ্টি হলেও তা স্বস্তির বদলে ভ্যাপসা গরমকে আরো উস্কে দিচ্ছে। আবহাওয়াবিদরা ভরা বর্ষায় প্রকৃতির এমন আচরণকে অস্বাভাবিক মনে করছেন। 

[৩]  বেশ কিছুদিন ধরেই ঢাকাসহ সারাদেশে চৈত্রের মতো তাপদহ বয়ে যাচ্ছে। আবহাওয়া বিভাগ বলছে, উত্তর  বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি ভারী লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যে আধিক্য বিরাজ করছে এবং এজন্য গরম বেড়েছে। আবহাওয়া বিভাগ আপাতত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিতে পারছে না। 

[৪] শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো দিনাজপুরে ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন বান্দরবানে ২৫ ডিগ্রি। রাজধানী ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিলো যথাক্রমে ৩৫.৫ ও ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাকে ভরা গ্রীষ্মের তাপমাত্রার মতোই মনে করছেন আবহাওয়া সংশ্লিষ্টরা। 

[৫] আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। 

[৬] শুক্রবার ও শনিবার দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফে ১৯২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। তবে বেশিরভাগ স্থানে একফোঁটা বৃষ্টিও হয়নি। 

[৭] এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের জন্য সমুদ্র উপকূল ও বন্দরসমূহের ওপর দিয়ে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সম্পাদনা: কামরুজ্জামান
 
এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়