শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০৭:২০ বিকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই অটোচালককে পেয়ে জড়িয়ে ধরলেন সাইফ আলী খান

নাম তাঁর ভজন সিং রানা। এতদিন লোকে তাঁকে শুধু অটোচালক হিসেবেই চিনতেন। কিন্তু গত বুধবার রাতে রক্তাক্ত সাইফকে হাসপাতালে পৌঁছে খান পরিবারের কাছে তিনি সুপারহিরো; জীবনদাতা।

আর মঙ্গলবার (২১ জানুয়ারি) হাসপাতালে যখন সাইফকে দেখতে গেলেন জীবনদাতা অটোচালক ভজন, তখন দূরে ঠেলে রাখলেন না সাইফ। কাছে টেনে জড়িয়ে ধরলেন। শুধুই কি তাই, আড্ডা দিলেন বেশ কিছুক্ষণ। আর সাইফের মা শর্মিলা ঠাকুর কাছে ডাকলেন ভজনকে। মাথায় হাত বুলিয়ে করলেন আশীর্বাদ।

ভারতীয় গণমাধ্যমে এসেছে সে রাতের ভয়াবহতার কথা। অটোচালক ভজন জানান, তিনি প্রথমে চিনতে পারেননি আহতকে। পরে আহত সাইফই জানান, তিনি অভিনেতা সাইফ আলি খান। তারপর একছুটে অটো গিয়ে দাঁড়ায় লীলাবতী হাসপাতালে। চিকিৎসকরা তখনই জানিয়ে ছিলেন, সাইফকে দ্রুত আনার কারণে চিকিৎসায় সাহায্য হয়েছে।

প্রথমে শোনা গিয়েছিল, সেদিন রাতের জন্য অটোচালককে নাকি কোনো অটো ভাড়াই দেননি সাইফ। তবে পরে অটোচালক নিজেই জানিয়ে ছিলেন সাইফের পরিবারের থেকে ১১ হাজার রুপি পেয়েছেন তিনি।

সাইফের স্বাস্থ্য নিয়ে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ছিলেন খান পরিবারসহ অনুরাগীরা। সেই চিন্তা দূর করতেই বাড়িতে ঢোকার মুখেই গতকাল সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই হাত তুলে সাইফ বুঝিয়ে দেন তিনি একেবারে সুস্থ। সাদা শার্ট, ডেনিম জিনস, চোখে রোদচশমায় সাইফকে দেখা গেল একেবারে নবাবী মেজাজে। ছোটা নবাবকে দেখে একেবারে বোঝাই যাচ্ছিল না যে, ঠিক পাঁচদিন আগেই তাঁর ওপর দিয়ে এমন ঝড় বয়ে গেছে।

সাইফকে পর্যবেক্ষণে রেখেছে চিকিৎসকরা। আগামী দু’মাস তাঁর চিকিৎসা চলবে। থাকতে হবে পুরোপুরি বিশ্রামে।  সূত্র: হিন্দুস্তান টাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়