শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১০:২৮ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিল্পী সমিতির কমিটিতে অভিনেত্রী মুক্তি

মনিরুল ইসলাম: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হলেন নায়িকা মুক্তি।  নির্বাহী সদস্য পদ শূন্য থাকায় তাকে কোঅপ্ট করে  মনোনীত করা হয়। মুক্তি এ পদে যুক্ত হওয়ার খুশী চলচ্চিত্র শিল্পীরা। শপথ অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা তাকে জড়িয়ে  আনন্দ প্রকাশ করতে দেখা যায়।

রোববার দুপুরে  শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিং শেষে সভাপতি মিশা সওদাগর মুক্তিকে শপথ পড়ান। এসময় কার্যনির্বাহী পরিষদের অনেকেই উপস্থিত ছিলেন। 

শিল্পী সমিতির সদস্য পদে শপথ  প্রসঙ্গে মুক্তি বলেন, ‘সমিতির বাইরে থেকেও বিগত দিনে শিল্পীদের জন্য কাজ করেছি। এখন যেহেতু সমিতির সঙ্গে থেকে কাজ করার সুযোগ হলো, এটি আমার জন্য আরও ভালো হলো। কাজ করাটা আরও সহজ হবে। এই কমিটির সদস্যরা  সাংগঠনিক । এ কারণে আমি আনন্দ ও গর্বের সঙ্গে শপথ নিয়েছি।

মুক্তি বলেন, আগে থেকেই আমি সমিতির জন্য নিবেদিত ছিলাম। সমিতি সবসময় তাদের পাশে আমাকে পেয়েছে। আমিও চেষ্টা করেছি শিল্পীদের জন্য কিছু করতে। তবে কমিটিতে থাকলে কাজ করতে সুবিধা হয়। সেই ভাবনা থেকে কমিটিতে যুক্ত হয়েছি। এরই মধ্যে শিল্পীদের কথা ভেবে বেশকিছু পরিকল্পনা করেছি। শিগগিরই সেগুলো বাস্তবায়নের জন্য কাজ করব।

প্রসঙ্গত, খ্যাতিমান অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় চম্পার মেয়ে গোপী চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল মুক্তির।

এরপর ‘চাঁদের আলো’তে নায়িকা হন মুক্তি । জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় জমিদারের নাতনির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন তিনি।

এরপর চাষী নজরুল ইসলামের ‘হাসন রাজা’ সিনেমাতেও অভিনয় করেন মুক্তি। তবে অভিনয়ে থেকে দূরে থাকলেও চলচ্চিত্রের বিভিন্ন আয়োজনে তাকে পাওয়া যায়। শিল্পী ও  বিপন্ন মানুষের পাশে বরাবরই সরব।  নানান সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। মানুষের পাশে সহযোগিতার হাত বাড়ান। সাংবাদিক বান্ধব একজন শিল্পী হলেন  মুক্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়