শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:২০ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁকা ঘর পেয়ে যা করেছিলেন পরিচালক, মুখ খুললেন অভিনেত্রী

চলচ্চিত্রাঙ্গনে ‘কাস্টিং কাউচ’ নতুন কিছু নয়। অনেক আগে থেকেই পর্দার আড়ালে এমনটা চলছে। উঠতি অভিনয়শিল্পী বিশেষ করে অভিনেত্রীদের সঙ্গে বেশি ঘটছে। বহু নায়িকা লালসার শিকার হয়েছেন প্রযোজক-পরিচালকদের।

টলিউডের পরিচিত মুখ অনন্যা চট্টোপাধ্যায়ও আছেন এ তালিকায়। সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অভিযোগ এনেছেন ফাঁকা ঘর পেয়ে অনন্যার শরীরের মাপ জানতে চেয়েছিলেন পরচালক।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন ক্যারিয়ারের শুরুর দিকে এরকম অভিজ্ঞতা হয় তার। 

স্পষ্টভাষী অনন্যা বলেন, “আমি খুব ছোট বয়সে এই ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন ১৯ বছর বয়স। আমার প্রথম কাজ ইচ্ছার বিরুদ্ধে ছিল। আমি অভিনয় করতে চাইনি। তবে যে পরিচালকের হাত ধরে কাজটা পাই, তাকে সকলে খুব সম্মান করতেন। সেই সময় এক প্রযোজক ছিলেন। তিনি আমায় কাজের জন্য ডেকে পাঠান।

আমার প্রথম কাজ তার ভালো লেগেছিল। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম। যখন আমি কনফারেন্স রুমে ঢুকলাম, দেখি সবটাই ফাঁকা, উনি একা বসে আছেন। আমাকে প্রশ্ন করেছিলেন, তোমার Vital Statistics কী? আমি পাল্টা প্রশ্ন করি, কেন বলুন তো? উত্তরে আমাকে বলা হয়, তোমায় স্ক্রিনে কেমন দেখাবে সেটা জানতে চাই। আমি উত্তর দিয়েছিলাম, আপনি তো বড় পরিচালক-প্রযোজক, আপনি যদি আমাকে দেখে না বোঝেন, তাহলে তো আপনার পরিচালক হওয়াই উচিত নয়। তারপরই তিনি চিৎকার করে বলতে শুরু করেন, তুমি জানো আমি কে? আমি অমুকের, তমুকের সাইজ জানি…।”

পরিচালক-প্রযোজকের মুখ থেকে এমন অপ্রত্যাশিত কথা শোনার পর অনন্যা তাকে বলেছিলেন, “এই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আপনি বুঝবেন আমি কে।”

এদিকে পরিচালকের কক্ষ থেকে বেরিয়ে সব কথা টলিউডের বিশ্বস্তদের জানিয়ে দেন অনন্যা। এরপর ওই পরিচালকের অফিস থেকে বারবার যোগাযোগ করা হয় অভিনেত্রীর সঙ্গে। ক্ষমাও চাওয়া হয় বলে জানান অনন্যা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়