শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৪:৩৫ দুপুর
আপডেট : ১০ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খবরটি ভুয়া, এ ব্যাপারে এর থেকে বেশি কথা বলতে চাই না: চিত্রনায়িকা নিপুণ

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় গোয়েন্দা সংস্থা আপত্তি জানানোয় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় তাকে। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ কারণে লন্ডন যাত্রা বাতিল হয় এ নায়িকার।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ঘটেছে এ ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তবে এ তথ্য সঠিক নয় বলে দেশের একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

এ ব্যাপারে সিলেট বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ বলেন, শুক্রবার সকাল ১০টায় সিলেট বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল নিপুণের। কিন্তু একটি গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে আটকে দেয়া হয় তাকে। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয় অভিনেত্রীকে।

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, চিত্রনায়িকা নিপুণের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো ধরনের মামলা নেই। যুক্তরাজ্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে তাকে। ইমিগ্রেশনে আটকে দেয়ার পর বিমানে উঠতে পারেননি তিনি। পরে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

এছাড়া বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, এদিন সকাল সোয়া ১০টায় বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইট যুক্তরাজ্যের হিথরো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন নিপুণ। এ সময় মুখে মাস্ক ও চোখে চশমা পরিহিত অবস্থায় ইমিগ্রেশনে হাজির হন। তখন একটি গোয়েন্দা শাখার সদস্যরা সন্দেহ থেকে ওই যাত্রীর কাছে তার সম্পর্কে জানতে চান ইমিগ্রেশন কর্মকর্তা। কিন্তু তার পাসপোর্টে নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তারই কিনা, সেটি জানতে চাইলে নিশ্চুপ থাকেন। এ অবস্থায় গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ওই যাত্রীর যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশে হস্তান্তর করে।

এদিকে এদিন বেলা সাড়ে ১১টায় নিপুণ বলেন, আমি এখন রাজধানীর বনানীর বাসায় আছি। খবরটি ভুয়া। এ ব্যাপারে এর থেকে বেশি কথা বলতে চাই না।

উল্লেখ্য, বিগত সরকারের শাসনামালে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অনুষ্ঠানে সক্রিয় দেখা যেত অভিনেত্রী নিপুণকে। দলটির বিভিন্ন প্রচারণামূলক অনুষ্ঠানেও নিয়মিত দেখা যেত তাকে। এমনকি রাজনৈতিক দলটির নাম ব্যবহার করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে বিভিন্ন সময় নিজের প্রভাব বিস্তার করতেন নিপুণ।

তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর একদমই আড়ালে চলে যান শোবিজের পরিচিত মুখ নিপুণ। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ অভিনেত্রীকে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়