শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২৪, ১২:০৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদ প্রসঙ্গে অভিষেক বললেন,পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে বিচ্ছেদের পথে অভিষেক-ঐশ্বরিয়া। একটি ভুয়া ভিডিও চাপ বাড়িয়ে দিয়েছিল এই তারকা দম্পতিদের অনুরাগীদের। হতাশ হয়ে ভাবছিলেন বিচ্ছেদ বুঝি হয়েই গেল প্রিয় তারকা দম্পতির। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিষেক।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, এই নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই। দুর্ভাগ্যবশত, এই পরিস্থিতি নিয়ে আলোচনার বহর নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি বুঝতে পারছি, এটা কেন হয়। আপনাদের প্রতিবেদন লিখতে হয়। ঠিক আছে। আমার তাতে অসুবিধা নেই। আমরা ‘সেলেব্রিটি’। এই ‘সেলেব্রিটি’ তকমা থাকলে এই বিষয়গুলো থাকবেই।

এরপর সোজাসুজি অভিষেক বলেন, আমি এখনও বিবাহিত। এতে স্পষ্ট হয় যে আলাদা হচ্ছেন না রাই সুন্দরী ও জুনিয়র বচ্চন। এ খবর পেয়ে ভক্তরাও যেন হাঁফ ছেড়ে বাঁচলেন।

এদিকে ছড়িয়ে পড়া ওই ভুয়া ভিডিওতে এক মুখ দাড়ি-গোঁফে ঢাকা অভিষেককে দেখা গিয়েছিল। তাকে বলতে শোনা গিয়েছিল, ঐশ্বরিয়ার সঙ্গে আমার বিচ্ছেদ নিয়েই কথা বলতে বসেছি। আমরা ঠিক করেছি, এবার আমাদের বিচ্ছেদের পথে হাঁটাই ভালো। গত কয়েক বছর ধরে এই ধরনের গুঞ্জন আমাদের তাড়া করে ফিরেছে। গত কয়েক বছর আমরা ভালো কাটাইনি! তার পরেই এই জুলাইয়ে আইনি বিচ্ছেদের সিদ্ধান্ত নিই। সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়