শিরোনাম
◈ বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে ১৬টি ব্যাটালিয়ন ও ২ হেডকোয়ার্টার করবে বিএসএফ ◈ বাজেট ২০২৫-২৬: আকার কমিয়ে মূল্যস্ফীতির লাগাম টানার চেষ্টা ◈ মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা ইতালির সঙ্গে ◈ গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় ২ জন আটক (ভিডিও) ◈ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন ◈ স্ত্রীর নাক 'সুন্দর' বলে কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী, নদীয়ায় চাঞ্চল্যকর ঘটনা (ভিডিও) ◈ বাংলাদেশে সংবাদ প্রকাশে অনেক সংস্থা ডমিনেট করে, এজন্য সংবাদ প্রকাশ করা যায় না: একে আজাদ ◈ রান নিতে গিয়ে ক্রিকেটা‌রের পকেট থেকে মোবাইল ফোন পড়ে গেলো, ভিডিও ভাইরাল ◈ নির্বাচন ঘিরে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা, গুজব রোধে তথ্য কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু ◈ নিজস্ব ক্যাম্পাস না থাকায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০২:২৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : ইব্রাহিম অপু

ফের সায়েন্সল্যাবে মোড়ে সড়ক অবরোধ ৭ কলেজ শিক্ষার্থীদের, ব্যাপক যানজট

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালন করছে তারা। এতে সায়েন্স ল্যাব মোড়ের চারপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সড়কে অবস্থান নেয় তারা। তিন শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়। দুপুর ১টায় সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে এই চিত্র দেখা যায়। গত কয়েক দিন ধরেই ৭ কলেজ মিলে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি জানিয়ে আসছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। পূর্ব কর্মসূচি অনুযায়ী আজ বেলা ১১টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। 

বেলা পৌনে ১২টায় কয়েক শ শিক্ষার্থী মিছিল নিয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে। এ সময় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। সাত কলেজের বিষয়ে কোনো কমিটি নয়, কমিশন গঠনের দাবি জানায় তারা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শিক্ষা কমিশন গঠন না করলে সড়ক ছাড়বে বলে জানায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী বনলতা তাসনিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের নিয়ে ব্যবসা শুরু করেছে, আমরা সেটা চাই না। আমরা সাত কলেজ নিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় চাই।’ 

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মো. রায়হান বলেন, ‘সংস্কার করার জন্য যে কমিটি করেছে, সেটার কাছ থেকে আমরা কোনো সংস্কারের আশ্বাস শুনতে চাই না। আমরা চাই একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়। দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ 

এদিকে সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মিরপুর ও নিউমার্কেট রোড, শাহবাগ রোডের সড়কে যান চলাচল বন্ধ আছে। 

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ বলেন, ‘শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সড়ক অবরোধ করেছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না বলে জানিয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করছি সড়ক ছেড়ে দিতে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়