শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৫:৩০ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় শোক পালন

এএইচ সবুজ, গাজীপুর: কোটা সংস্কার আন্দোলন ও তৎপরবর্তী সহিংসতায় নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

মঙ্গলবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে কার্যালয়ে উপস্থিত হন। 

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বাদ জোহর দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়গুলোতেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মো.মশিউর রহমান এক বার্তায় বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তৎপরবর্তী সহিংসতায় প্রাণনাশের মধ্য দিয়ে আমাদের অপূরনীয় ক্ষতি হয়েছে। শিক্ষার্থীসহ প্রতিটি মৃত্যু আমাদের মর্মাহত করেছে।

উপাচার্য শোকবার্তায় শোকসন্তপ্ত প্রতিটি পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। যারা নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপাচার্য নিহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান। 

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর আবদুস সালাম হাওলাদার, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ-আল-হোসেন জনসংযোগ দপ্তরের পরিচালক মো: আতাউর রহমান, প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আব্দুল মালেক সরকার, শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের পরিচালক মু. আখতারুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়