শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৪, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. সোহেল, নোয়াখালী: [২] কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, দমন-নিপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং হত্যাকাণ্ডে জড়িত সবার পদত্যাগের দাবিতে নোয়াখালী জেলা শহর মাইজদীর আবদুল মালেক উকিল প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

[৩] সোমবার (২৯ জুলাই) বিকালে নোয়াখালী জিলা স্কুলের সামনে ঘন্টা ব্যাপি এই বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

[৪] প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর থেকেই জিলা স্কুলের আশপাশের বিভিন্ন এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকাল ৩টার দিকে তারা জিলা স্কুলের সামনের সড়কে অবস্থান নেন। এ সময় কিছু শিক্ষার্থীর হাতে লাঠি ও জাতীয় পতাকাও দেখা যায়। শিক্ষার্থীরা এ সময় কোটা আন্দোলনের সমন্বয়কদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এক পর্যায়ে তারা সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন।

[৫] শিক্ষার্থীদের কর্মসূচি শুরুর আগেই জিলা স্কুলের সামনের সড়কে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যদের অবস্থান করতে দেখা যায়। একপর্যায়ে সেখানে যান পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

[৬] নোয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা বলেছেন, তাঁরা আধা ঘণ্টা সড়কে অবস্থান করে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। সে জন্য তাদের সুযোগ দেওয়া হয়েছে। পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা দেবে না। জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়