শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাসিক সুবিধার বাইরে বিশ্ববিদ্যালয়ের ৯ লাখ শিক্ষার্থী

ইমন হোসেন: [২] পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ব্যাপক পরিকল্পনায় আওতায় তৈরি হলেও এখানে আবাসিক সুবিধার বাইরে রয়ে গেছে বিপুল সংখ্যক শিক্ষার্থী। শিক্ষার্থী বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবাসিক হলের সংখ্যা না বাড়ানোয় সংকট বেড়েই চলছে। 

[৩] ইউজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ৭ লাখ ২৫ হাজার ৯৭১ জন। আর এদের মধ্যে আবাসন সুবিধা পাচ্ছেন মাত্র ১ লাখ ১৮ হাজার ৩৬ জন শিক্ষার্থী।( ডেইলি ক্যাম্পাস ২৭-০৭-২০২৪) 

[৪] চলতি বছর প্রকাশিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন-২০২২অনুযায়ী, দেশে বর্তমানে মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১৬৫। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫৩টি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ১১০ ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় দুটি। এসব বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭১ হাজার ৩৭২। এদের মধ্যে প্রায় ৯ লাখ শিক্ষার্থী ভাড়া বাসা কিংবা মেসে থেকে পড়ালেখা করছেন। এতে তারা অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি প্রায়ই নিরাপত্তাহীনতায় ভুগে থাকেন। (বণিক বার্তা ২৮-০৭-২০২৪)

[৫] শিক্ষার্থীদের আবাসিক সুবিধায় পিছিয়ে থাকা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জ। (প্রথম আলো) 

[৬] ইউজিসি চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, নানা বাস্তবতা ও আর্থিক সক্ষমতার অভাবে নতুন হল না করেও বিভাগ ও আসন বাড়ানো হয়। তবে তিনি মনে করেন আবাসিক সুবিধা না বাড়িয়ে শিক্ষার্থী বাড়ানো উচিত নয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে যত অশুভ রাজনীতি হয় সেগুলো হয় মূলত আবাসিক হলের সিট নিয়ে। আবাসিক হলে আসনসংকট না থাকলে এ সমস্যা হতো না। (একাত্তর টিভি) সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়