শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২১ জুলাই, ২০২৪, ০৫:১৭ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট দফা ঘোষণার পরও আলোচনায় নয় দফা

রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠক থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা বা সিদ্ধান্ত আসেনি।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের আট দফা দাবি মানলেই কেবল কোটা সংস্কারের এক দফা দাবি নিয়ে আলোচনা করতে সম্মত হবেন তারা। সূত্র : বিবিসি বাংলা

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, গত কয়েকদিনে হত্যার ঘটনায় দায়ীদের বিচার, উসকানির জন্য ছাত্রলীগ এবং সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিকে বিচারের আওতায় আনা এবং শিক্ষার্থীদের ওপর হামলার সময়ে নিষ্ক্রিয় থাকা উপাচার্য ও প্রক্টরদের পদত্যাগ।

এছাড়া, কোটা আন্দোলনকে কেন্দ্র করে দায়ের সকল মামলা প্রত্যাহার এবং জড়িতদের ভবিষ্যতে হয়রানি না করার নিশ্চয়তাও চাওয়া হয়েছে তাদের উত্থাপিত দাবিতে।

বৈঠকের পর গণমাধ্যমের সাথে কথোপকথনে যৌক্তিক সমাধানের আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক।

অন্যদিকে, শুক্রবার নয় দফার একটি দাবিনামা নিয়ে আলোচনা হলেও সেটির ব্যাপারে ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে বিবিসি বাংলাকে জানিয়েছিলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

যদিও শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফে নয় দফা দাবির কথা ছাপা হয়। এই নয় দফায় ছাত্রহত্যার দায় নিয়ে প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও সড়ক পরিবহনমন্ত্রীর মন্ত্রিপরিষদ এবং দল থেকে পদত্যাগের দাবি করেছেন তারা।

যেসব স্থানে ছাত্র নিহতের ঘটনা ঘটেছে সেখানকার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তাদের অপসারণও দাবি করছেন তারা। পাশিপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরের পদত্যাগ, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেয়া এবং হয়রানি না করার দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই অংশটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়