শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০১:৪৪ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর ভাটারায় সড়ক অবরোধ করে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়া

আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের মিছিল

মাসুদ আলম: [২] রাজধানীর ভাটারা থানার বাঁশতলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে কোটা আন্দোলনকারীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তারা সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ও ভাটারা থানা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে কোটা আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। প্রায় এক ঘন্টা সরকার দলীয় নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা পাওয়ার ঘটনা ঘটে।

[৩] কোটা আন্দোলনকারীরা ধাওয়া খেয়ে বাড্ডার দিকে চলে যায়। সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে কোটা আন্দোলনকারীরা।

[৪] এতে করে কুড়িল বিশ্বরোড থেকে রামপুরাগামী সড়কের দু পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভাটারা থানা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীর একটি মিছিল বের করে। 

[৫] ভাটারা থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক টুটুল বেপারী জানান, কোটা আন্দোলনকারীরা লাটিসোটা নিয়ে বাঁশতলা ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে করে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তাদের ধাওয়া দিয়ে ছত্র ভঙ্গ করে দেওয়া হয়। কোটা আন্দোলনকারীদের ক্ষিপ্ত হয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে আমাদের প্রায় ১০ জন আহত হয়েছে। 

[৬] এর আগে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে এসে বাঁশতলা জড়ো হয়। এতে করে রাস্তার দুপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। 

[৭] ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, কোটা আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। তাদের  রাস্তা ছেড়ে দিতে বুঝানো হলেও তারা সড়ক ছাড়েনি। পরে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। সম্পাদনা: এম খান

এমএ/এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়