শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৪ মার্চ, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বহিরাগত শিক্ষার্থী তাড়াতে এসে আহত ঢাবির প্রক্টর

আরমান হোসেন, ঢাবি: [২] বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসে বহিরাগত তাড়ানোর অভিযানে এসে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতে মার খেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল মুহিত। এ ঘটনায় তৎক্ষণায় প্রক্টরকে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে ভর্তি করানো হয়।  

[৩] মঙ্গলবার (১৬ জুলাই)  বিকেল চারটায় শহিদ মিনারে অবস্থান নেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে কথা বলতে গেলে এ হামলার শিকার হন তিনি। 

[৪] এর আগে বেলা পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত তাড়ানোর অভিযানে নামেন প্রক্টরিয়াল বডি। অভিযানে টিএসসি এলাকায়  বহিরাগতদের থেকে অসংখ্য রড, হকিস্টিক, জিআই পাইপ, স্টাম্পসহ লাঠিসোঁটা উদ্ধার করেন মোবাইল টিম। টিএসসি এলাকা থেকে অভিযান শেষে বেলা ৪টা ২০ মিনিটের দিকে শহীদ মিনার এলাকায় গেলে এ ঘটনা ঘটে। 

[৫] আবিদুলা ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রক্টর স্যার শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে স্যার উল্টো দৌড় দেয়। তখনি শিক্ষার্থীরা পেছন থেকে লাঠি মারে এবং স্যার নিচে পড়ে যায়৷ পরে কয়েকজন শিক্ষার্থী দৌড়ে এসে তার পায়ে আঘাত করে। পরে কয়েকজন দৌড়ে এসে স্যারকে রক্ষা করেন এবং রিক্সায় তুলে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সম্পাদনা: সালেহ বিপ্লব

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়