শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৪, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল, যুক্ত হয়েছে ঢামেক এবং বুয়েট কলেজ

ঢাবি প্রতিনিধি: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং শিক্ষার্থীদের একদফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচিতে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি প্রথমবারের মতো যোগ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, অধিভুক্ত সাত কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়। ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ প্রথমবার কোটা আন্দোলনের কর্মসূচিতে যোগ দিয়েছে। 

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলে যোগ দিতে চাইলে ইডেন কলেজ ছাত্রলীগ কলেজের গেটে তালা দিয়ে রাখে। শিক্ষার্থীরা তালা ভেঙে মিছিলে যোগ দেয়। ইডেন কলেজ ছাত্রলীগের উপর আন্দোলনে আসা ছাত্রীদেরকে মারধর করার অভিযোগও শোনা গেছে।

ইডেনে মহিলা কলেজের এক ছাত্রি বলেন, আমাদের ৮-৯ জন আহত হয়েছে। আমরা ৬টি হলের তালা ভেঙে মিছিলে যোগ দিয়েছি।

আরেক ছাত্রীছাত্রীদের উপর অবর্ণনীয় নির্যাতনের বিবরন দিতে গিয়ে বলেন, আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের পেটে লাথি দেওয়া,গায়ে গরম পানি ঢালাসহ বিভিন্নভাবে আহত করে ছাত্রলীলের নেতাকর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়