শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ১০:০৪ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেরোবির কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের হাতাহাতি 

সাজ্জাদুর রহমান, বেরোবি: [২] কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে হাতাহাতি করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। 

[৩] বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুারালের সামনে বিকাল ৪:০০ টায় কোটা সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি পদযাত্রা শুরু হয়। এই পদযাত্রা জিরো পয়েন্ট হয়ে ঘুরে দেবদারু সড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন পার হলেই আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এমন সময় প্রক্টর কয়েকজন শিক্ষক নিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রক্টরের বাঁধা মানতে অস্বীকার করলে এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীদের আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে হাতাহাতি করতে দেখা যায়। তবে এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।

[৪] আন্দোলনকারী শিক্ষার্থী শয়ন বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চেয়েছি কিন্তু এখানে ছাত্রলীগ এবং প্রশাসন আমাদের বাধা দিয়েছে। ইংরেজি বিভাগের শিক্ষার্থীর সাঈদ বলেন, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করে যাব। 

[৫] বিশ্ববিদ্যালয়ে ডক্টর শরিফুল ইসলাম বলেন, উপর থেকে বলা আছে আজকে বাইরে যাওয়া যাবে না। শিক্ষার্থীদের যেন কোন ক্ষতি না হয় তাই তাদের থামানোর চেষ্টা করেছি। এছাড়া প্রক্টরকে কেউ ধাক্কা দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমাকে কেউ ধাক্কা দেয়নি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়