আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। পেয়াজের দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেওয়ায় রোববার (৭ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ভারত থেকে পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এদিন একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আমদানির খবর ছড়িয়ে পড়তেই খুচরা বাজারে এক লাফে কেজিপ্রতি ৩০ থেকে ৩৫ টাকা পর্যন্ত দাম কমে যায়।
ব্যবসায়ীদের দাবি, আমদানি অব্যাহত থাকলে বাজার আরও স্থিতিশীল হবে।
এদিকে, প্রথমদিন হিলি স্থলবন্দরের চারজন আমদানিকারক ১২০ টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন।
উল্লেখ্য, হিলি স্থলবন্দর দিয়ে সর্বশেষ ৩০শে আগস্ট ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছিল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় এরপর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে।