শিরোনাম
◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার ◈ মিয়ানমারের রাজনীতিতে নতুন মোড়, জান্তার ক্ষমতা হস্তান্তর! ◈ ইসরায়েলি নাগরিক সাফাদির সাথে সাক্ষাৎ: স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য দিলেন নুর (ভিডিও) ◈ জিম্বাবুয়েকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনা‌লে বাংলা‌দেশ ◈ মির্জা আব্বাসের প্রশ্ন: অন্তর্বর্তীকালীন সরকার কি ‘জাতীয় নাগরিক পার্টির’ (এনসিপি) সরকার? ◈ ফার্মেসির পরামর্শে শিশুর ডায়রিয়ায় অ্যান্টিবায়োটিক, গবেষণায় বিপদের ইঙ্গিত ◈ মার্কিন শুল্ক কমলো, যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ◈ মার্কিন শুল্কছাড়ে লাভবান বাংলাদেশ, ধস নেমেছে ভারতের টেক্সটাইল শেয়ারবাজারে ◈ বিশ্বব্যাংকের পরবর্তী প্রকল্পে অগ্রাধিকার পাবে সোনামসজিদ স্থলবন্দর: নৌ উপদেষ্টা ◈ চাঁপাইনবাবগঞ্জে 'সমন্বয়ক' পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে যুবক আটক

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়!

ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. জাভেদ হোসেন খান। গবেষকের দাবি এক বিঘা জমি চাষ করতে খরচ হবে মাত্র ২৩০ টাকার ন্যানো ইউরিয়া। যেখানে ভর্তুকি সহ বর্তমানে খরচ প্রায় ৪ হাজার ২০০ টাকা। 

সে হিসেবে প্রচলিত সারের চেয়ে ন্যানো ইউরিয়া ব্যবহারে খরচ কমবে প্রায় ৮২ শতাংশ। দীর্ঘ গবেষণার পর মাঠ পর্যায়ে এ সার ব্যবহারেও মিলেছে সাফল্য। যবিপ্রবি অধ্যাপকের এ গবেষণা নতুন করে কৃষি বিপ্লবের স্বপ্ন দেখাচ্ছে।

ন্যানো ইউরিয়া উদ্ভাবক অধ্যাপক ড. জাবেদ হোসেন খান বলেন, ‌‘এক বস্তা ইউরিয়া সরকার ৯০-৯২ টাকা দরে আমদানি করে। সে হিসেবে দাম পড়ে প্রায় অন্তত ৪২০০ টাকা। তবে ন্যানো ইউরিয়া ব্যবহার করে এক বিঘা জমি চাষ করতে সার খরচ হবে মাত্র ২৩০ টাকা। এটি স্প্রে মেশিনের মাধ্যমে ব্যবহার করতে হবে।’

গবেষকের দাবি, এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তার উদ্ভাবন এবং মার্কিন জৈব সার উৎপাদনকারী প্রতিষ্ঠান কোলাবায়োর মধ্যে চুক্তি সই অনুষ্ঠিত হয়েছে। এ চুক্তির আওতায় কোলাবায়ো যবিপ্রবির ন্যাম ল্যাব থেকে ন্যানো সারের প্রযুক্তি গ্রহণ করবে এবং তারাও তাদের জৈবপ্রযুক্তি ন্যাম ল্যাবের সঙ্গে ভাগ করবে।

ড. জাবেদ হোসেন খান আরও বলেন, ‘গত ৭ বছর যাবত আমেরিকায় বহু গবেষণা প্রতিষ্ঠানে গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে এবং সেখানে তা গৃহীত হয়েছে। মিনিসোটার একটি প্রতিষ্ঠান বাংলাদেশের এই প্রযুক্তি নিতে আগ্রহী। এটা আমার নামে প্যাটেন্ট করা।’

উদ্যোক্তারা বলছেন, ন্যানো প্রযুক্তির ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমাবে উৎপাদন ব্যয়ও।

সূত্র: দৈনিক ক্যাম্পাস

  • সর্বশেষ
  • জনপ্রিয়