শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৪, ০৫:১১ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার ধামরাইয়ে ৪৩ যাত্রীকে জিম্মি করে ২টি বাস ডাকাতি, গ্রেপ্তার ৩

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাইয়ে যাত্রীবেশে দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনায় ৩ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা। আজ দুপুরে গ্রেফতারকৃতদের ধামরাই থানা থেকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়। এরআগে, গতকাল তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২ নভেম্বর) দুপুরে ধামরাই থানায় সংবাদ সম্মেলনে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অবস) মো. জসিম উদ্দিন জানান, গত ৩১ অক্টোবর রাতে পঞ্চগড় থেকে ঢাকা গামী ইসলাম পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাসে সিরাজগঞ্জ থেকে যাত্রীবেশে ৭ ডাকাত সদস্য উঠে। পরে যাত্রীবাহী বাসটি ধামরাই এলাকায় পৌছালে দেশীয় অস্ত্রের মুখে চালককে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং অস্ত্রের মুখে যাত্রীদের কাছে থাকা মোবাইল ফোনসহ নগদ ৮০ হাজার টাকাওস্বর্ণালংকার ছিনিয়ে নেয়। ডাকাতির এক পর্যায়ে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসটি বাথুলি এলাকায় পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে যাত্রী ও স্থানীয়রা ডাকাত সদস্য মিজানুর রহমান ও ফজলুকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাদের স্বীকারোক্তিতে অভিযান চালিয়ে সজিব নামে আরো এক ডাকাত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। 

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে ডাকাত চক্রের বাকী সদস্যদের গ্রেফতারের জন্য  অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গত ২৫ অক্টোবর রাতেও এই চক্রটি আরো একটি ডাকাতি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়