শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৪, ০৫:৫৫ বিকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবুতর চুরির অপবাদে শিশুকে নির্যাতন, আটক ২

মশিউর রহমান, নাজিরপুর: [২] পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদ দিয়ে সিয়াম নামের ১০ বছরের এক শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে বলে জানা গেছে। নির্যাতনের কারণে শিশুটি এখন অস্বাভাবিক আচরণ করছে। কেউ সামনে গেলেই মারবেন না বলে চিৎকার করে উঠছে।

[৩] এ ঘটনায় নির্যাতনের শিকার সিয়াম ফকিরের মামা ওয়াহিদুল ইসলাম বাদী হয়ে নাজিরপুর থানায় দুইজনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ ফিরোজা বেগম (৫৫) ও লাবনি আক্তার (২৬) নামের দুজনকে আটক করেছে। তারা সম্পর্কে মা ও মেয়ে।

[৪] নিযাতনের স্বীকার ওই শিশু একই এলাকার মো. আক্তার ফকিরের ছেলে। 

[৫] বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৮টায় উপজেলার ৮নং শ্রীরামকাঠী ইউনিয়নের কালিকাঠী গ্রামে ঘটনাটি ঘটে। 

[৬] পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত মো. মন্নান মল্লিকের স্ত্রী ফিরোজা বেগম ও তার মেয়ে লাবনি আক্তার বৃহস্পতিবার সকাল ৮টায় শিশু সিয়ামকে তাদের নিজ বাড়ি থেকে ডেকে এনে কবুতর চুরির অপবাদ দিয়ে গলায় ও কোমরে রশি দিয়ে সুপারি গাছের সাথে বেঁধে মধ্যযুগিয় কায়দায় নির্যাতন করেছে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা সেখানে গিয়ে উদ্ধারের চেষ্টা করলে তাদের উপরেও ক্ষিপ্ত হয়ে ওঠেন নির্যাতনকারীরা। পরে পুলিশের জরুরী সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

[৭] ভুক্তভোগী সিয়াম জানায়, আমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে মা এবং মেয়ে মিলে সুপারি গাছের সাথে রশি দিয়ে বেধে লাঠি দিয়ে বেধরক মারধর করে। আমি কোনো কবুতর চুরি করিনি, আমাকে প্রায় ৩ ঘন্টা ধরে বেঁধে লাঠি দিয়ে মারপিট করে।

[৮] নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের ডা. জিন্নাত তাসনিম জানান, শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ও আঁঘাতের চিহ্ন দেখা গেছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করে পর্যবেক্ষনে রেখেছি। যদি কোন গুরুতর সমস্যা হয়ে থাকে তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠাব।

[৯] নাজিরপুর থানার অফিসার ইনচাজ (ওসি) মো. শাহ্ আলম হাওলাদার বলেন, জাতীয় জরুরী সেবা (৯৯৯) এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ ঘটনায় মামলা রুজু ও ঘটনায় যুক্ত ২ আসামিকে আটক করা হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়