শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৪, ০৪:১০ দুপুর
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্ন ফাঁসকাণ্ডে গ্রেপ্তার খলিলের খুলনার পৈত্রিক ভিটায় উঠছে বাড়ি, ঢাকায় ফ্ল্যাট

জাফর ইকবাল, খুলনা: [২] প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার পিএসসির অফিস সহায়ক খলিলুর রহমান খুলনা নগরীর রায়েরমহল এলাকায় পৈত্রিক জমিতে সম্প্রতি একতলা বাড়ি করেছেন। বাড়িটিতে কক্ষ রয়েছে ৪টি। এছাড়া ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

[৩] স্থানীয়রা জানান, রায়েরমহল খালপাড়ে খলিলুর রহমানের বাবা নিজাম উদ্দিন গাজীর ১৫ শতক জমিতে ৪ কক্ষের একতলা একটি ভবন ছিল। ওই জমিতে সম্প্রতি খলিলুর রহমান ৪ কক্ষ বিশিষ্ট একতলা একটি বাড়ি করেছেন। ওই বাড়িটিতে কেউ থাকে না, বাড়িটি ভাড়া দেয়ার প্রস্তুতি চলছে।

[৪] খলিলের মা রোকসানা বেগম জানান, খলিল ঢাকায় একটি ফ্ল্যাট কিনেছে। তিনি ২/৩ বার সেই ফ্লাটে গিয়েছেন। তবে ঢাকার কোনো এলাকায় তা তিনি জানাতে পারেননি। এছাড়া অন্য কোথাও তার কোনো সম্পত্তি নেই বলে দাবি করেন তিনি। তিনি জানান, বর্তমানে তারা যে বাড়িটিতে থাকেন সেটি তার খলিলের বাবা কয়েক বছর আগে তৈরি করেছিলেন।

[৫] স্থানীয়দের ধারণা, খলিল যে বাড়িটি তৈরি করেছে তাতে অন্তত ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

[৬] খলিলের শ্বশুরবাড়ি খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামে। তবে সেখানে খোঁজ নিয়ে খলিলের কোনো সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি।

[৭] স্থানীয় লোকজন ও খলিলের পরিবারের সদস্যরা জানান, খলিলের বাবা নিজাম উদ্দিন গাজী পিএসসিতে অফিস সহায়ক পদে চাকরি করতেন। পোষ্য কোটায় ২০০৮ সালের দিকে পিএসসিতে অফিস সহায়ক পদে খলিলের চাকরি হয়। পরের বছর পোষ্য কোটায় পিএসসিতে নিরাপত্তা প্রহরী পদে খলিলের বড় ভাই হাবিবুর রহমানেরও চাকরি হয়।

[৮] খলিলের ভাবি ফাতেমা বেগম জানান, খলিল ৫ থেকে ৬ বছর আগে বিয়ে করে। তার কোনো সন্তান নেই। ঈদের সময় খলিল বাড়িতে আসে। এছাড়া তেমন একটা বাড়িতে আসে না।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়