শিরোনাম

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদি খুনের মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দাউদকান্দিতে বিক্ষোভ

হোসাইন মোহাম্মদ দিদার, (দাউদকান্দি) কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে ওসমান বিন শরীফ হাদির খুনের সঙ্গে জড়িত মূল হোতাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর দাউদকান্দি পৌর ছাত্র-জনতার আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিশ্বরোড এলাকা থেকে শুরু হওয়া ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ রিফাত শিশু পার্কে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ওসমান বিন শরীফ হাদির হত্যাকাণ্ড অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত। এই হত্যার সঙ্গে জড়িত মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করারও জোর দাবি তোলেন বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওলানা নজরুল ইসলাম ফয়েজি, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সাংবাদিক তৌফিক রুবেলসহ অন্যান্যরা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোহাম্মদ রাসেল মিয়া, আতিকুল ইসলাম শান্ত, সিয়াম মোল্লা, আবু সাঈদ জানসহ সহস্রাধিক ছাত্র-জনতা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়