শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১৫ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে উদ্ধার হলেন মুফতি মহিবুল্লাহ, মিললো চাঞ্চল্যকর তথ্য!(ভিডিও)

গাজীপুরের টঙ্গি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড় থেকে উদ্ধার করা হয়েছে বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজিকে। বুধবার (২২ অক্টোবর) তাকে গাজীপুরের টঙ্গি থেকে অপহরণ করা হয়, আর বৃহস্পতিবার ভোরে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় হাসপাতালের চিকিৎসক জানান, “মহিবুল্লাহকে প্রথমে স্থানীয় এক ইমাম হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, ভোরে হেলিপ্যাড এলাকায় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ওই ব্যক্তিকে পাওয়া যায়। ভর্তি করার পর চিকিৎসা দেওয়ার পর তিনি ধীরে ধীরে চেতনা ফিরে পান এবং নিজের পরিচয় দেন— টঙ্গির বিটিসিএল জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ।”

চিকিৎসক আরও জানান, মহিবুল্লাহ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির সমস্যায় ভুগছেন। তার কিডনিতে পাথরজনিত অস্ত্রোপচার হয়েছে, পাশাপাশি মাথায় একটি টিউমারের অপারেশনও ছিল। এসব পুরনো শারীরিক জটিলতা থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।

উদ্ধারের পর সাংবাদিকদের কাছে নিজের অপহরণের লোমহর্ষক বর্ণনা দেন মুফতি মহিবুল্লাহ। তিনি জানান, “২২ অক্টোবর ফজরের নামাজের পর হাঁটতে বের হলে একটি অ্যাম্বুলেন্সে করে পাঁচজন লোক এসে আমার মুখ চেপে ধরে গাড়িতে তোলে। এরপর তারা আমার মুখে কিছু দেয়, আমি অচেতন হয়ে পড়ি। পরে আমাকে উলঙ্গ করে নির্যাতন চালানো হয়। আমার মাথায়, কোমরে, হাত-পায়ে প্রচণ্ড মারধর করে। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১১ মাস ধরে আমাকে বিভিন্ন বেনামি চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। ইসকন ও ‘অখণ্ড ভারত’ সমর্থনে কথা বলার জন্য, ধর্মভিত্তিক দলের সমালোচনা করার জন্য চাপ দেওয়া হয়েছিল। এমনকি হুমকি দেওয়া হয়েছিল যেন আমি মসজিদের মিম্বারে বসে মুসলিম মেয়েদের হিন্দু ছেলেদের সঙ্গে সম্পর্ক নিয়ে ‘সমর্থনমূলক’ বক্তব্য দিই। এসব চিঠিতে লেখা ছিল— কোরআন পড়তে পারব না, ইসলাম বা আল্লাহর নাম নিতে পারব না। এসবের প্রতিবাদ করায় সম্ভবত এই ঘটনার শিকার হয়েছি।”

পঞ্চগড় ইসলামী আন্দোলনের সহসভাপতি ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “আমরা খবর পাই হেলিপ্যাড এলাকায় একজন বয়স্ক মানুষকে গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তিনি তখন বিবস্ত্র ছিলেন, শরীরে শুধু পায়জামা ছিল।”

এ বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জানান, “ভোরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একজন বয়স্ক মানুষকে শিকলবন্দী অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। টঙ্গি থানায় ইতোমধ্যেই সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, এবং ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

পরিবার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ মাস আগে জুমার নামাজের খুতবায় মুফতি মহিবুল্লাহ ইসকনবিরোধী বক্তব্য দেন। এরপর থেকেই তার ঠিকানায় বেনামি হুমকি চিঠি আসতে থাকে। এমনকি তাকে কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল, যা তিনি প্রত্যাখ্যান করেন।

বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মুফতি মহিবুল্লাহ। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা দাবি করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন। পঞ্চগড় জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়