শিরোনাম
◈ নাটোরের ১৩ টন গুলির খোসা পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি! ◈ বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফের প্রশংসা ◈ ‘সব সূচকে নাজুক অবস্থায় দেশের অর্থনীতি’ ◈ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি : কান্ট্রি ডিরেক্টর ◈ ক্রিকেটারদের শ্লীলতাহানি দুঃখজনক, ভারতের ভাবমূর্তির জন্য লজ্জার: বি‌সিসিআই ◈ চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বৃদ্ধি ও বিদেশি অপারেটর নিয়োগে সমালোচনার ঝড় ◈ যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো দেশে এলো আমদানি করা প্রায় ৫৭ হাজার টন গম ◈ ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র দৃঢ় হয়, ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্রও ভেঙে পড়ে: প্রধান বিচারপতি ◈ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ হতে হবে: তারেক রহমান ◈ দুই দশক পর ঢাকায় বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক, নতুন সম্ভাবনায় আশাবাদ দুই দেশ

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৫ বছর পর দেশে ভোটের মাঠে উৎসব: নুরুজ্জামান লিটন

আইরিন হক, বেনাপোল(যশোর) : গত ১৫ বছরে আ,লীগ সরকারের শাসনামলে জনগন ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারেনি৷ শেখ হাসিনার সরকার ভোটের নামে এক তরফা ভাবে নিজেরা নিজেরা পাতানো নির্বাচন  করে ক্ষমতা দখল করেছিল। বিএনপি বার বার নিরপেক্ষ নির্বাচনের দাবি তুললেও আমলে নেয়নি স্বৈরাচারী সরকারের পুতুল নির্বাচন কমিশনার। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তবর্তীকালিন সরকার দায়িত্ব গ্রহন করে। তবে এ সরকারও ভোট নিয়ে তালবাহনা শুরু করেছিল। অবশেষে বিএনপির আন্দোলন সংগ্রামের কারণে সরকার ফেব্রুয়ারীতে ভোটের কথা ঘোষণা করেছেন। এতে দির্ঘ ১৫ বছর পর এখন ভোটের খবরে শহর,গ্রাম,গঞ্জের মানুষের মধ্যে  উৎসব বিরাজ করছে। বিএনপির  প্রত্যেকটা ছোট,খাট সভা জনসভায় পরিণত হচ্ছে।

শুক্রবার বিকালে ধানের শিষে ভোট প্রার্থনায় যশোরের বেনাপোলে  এক কর্মী সমাবেশে আজ এ কথা বলেন, কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি এবং শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক  আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এসময় যশোর ১ আসনের  মনোনয়ন প্রত্যাশী এই ত্যাগী নেতা লিটন আরো বলেন,  বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।  বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভোটের অধিকার আবারো নিশ্চিত হবে।  দেশে কর্মসংস্থান বাড়বে।  

জামাত ইসলামের রাজনীতি নিয়ে তিনি বলেন, পিআর পদ্ধতির যুক্তি খাড়া করে  জামাত ভোট বানচালের চেষ্টা করছে।  এসব নাটক বন্ধ করার আহবান জানিয়ে বলেন, যারা কখনো বাংলাদেশের স্বাধীনতা  চায়নি তারা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা বা জনগণের সেবার কথা ভাবে কিভাবে?  তারা ক্ষমতা পেলে দেশে মৌলবাদীদের রাজত্ব হবে। ধর্মকে ব্যবহার করে জামাত ইসলামের কর্মীরা ভোটের রাজনীতি করছে অভিযোগ তুলে বলেন, তারা মানুষকে ভুল বুঝিয়ে অগ্রীম বেহেস্তের টিকিট দিচ্ছে। মানুষ তার কর্মের মাধ্যমে পরকালে বেহেস্ত বা নরকে স্থান হয়। দাড়ি পাল্লায় ভোট দিলে কখনো বেহেস্তের টিকিট হয়না বলে জণগনকে জামাত কর্মীদের  মিথ্যা প্রলোভনে না পড়ার আহবান জানান। 

একই দিন বিকালে  শার্শায় আর একটি  কর্মী সভায় এই নেতা বলেন, বিএনপি সংবাদ পত্রের স্বাধীনতা দিয়েছিল আর আ,লীগ সরকার সেই স্বাধীনতা হরন করেছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল সর্বচ্চ স্বাধীনতা ভোগ করেছে এদেশের সংবাদ মাধ্যমগুলো। 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১৫ বছরে ৬১ সাংবাদিককে হত্যা করা হয়েছে। একই সময়ে হত্যা এবং নিপীড়নের শিকার হয়েছেন ৩ হাজার ৫৮৮ সাংবাদিক। হামলা–মামলা ও নির্যাতনের ৬৭ শতাংশ ঘটনায় তৎকালীন শাসক দলের নেতা–কর্মীরা জড়িত ছিলেন। এই তথ্য উঠে এসেছে ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রকাশনায়। এসব হত্যার ঘটনায় কেউ ন্যায় বিচার পায়নি। এমনকি আলোচিত সাগর,রুনি হত্যায় তার পরিবারকে আজ পর্যন্ত ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছে শেখ হাসিনা সরকার।  অতীতে সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তায় বড় ভুমিকা রেখেছে বিএনপি। সামনের দিনে ও ক্ষমতায় এলে সে ধারাবাহিকতা বজায় থাকবে। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনে সবাইকে ধানের শিষে ভোট দেওয়ার আহবান জানান। তিনি দলীয় নেতা,কর্মীদের  উদ্দেশ্য বলেন, দল যার হাতে ধানের শিষ তুলে দিবে আপনারা সবাই তার জন্য কাজ করবেন। 

এসময় নুরুজ্জমান  লিটনের সাথে  ছিলেন,  শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আবুতাহের ভারত, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,উপজেলা যুবদলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম, ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন,পৌর যুবদলের আহবাহক মফিজুর রহমান বাবু,ছাত্র দলের আহবাহক আরিফুল ইসলাম আরিফসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা,কর্মীরা । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়