শিরোনাম
◈ ইস্তাম্বু‌লে শা‌ন্তি আ‌লোচনা ব‌্যর্থ হ‌লে আফগানিস্তানের বিরু‌দ্ধে যুদ্ধ ঘোষণা করবে পাকিস্তান ◈ স্যর ক্রিকে ভারতের যুদ্ধমহড়া,শঙ্কিত পাকিস্তান বিমান চলাচলে নিষেধাজ্ঞা দি‌লো, পাল্টা সেনা সমাবেশের ঘোষণা ◈ আজ রা‌তে বা‌র্সেলোনা - রিয়া‌ল ম‌া‌দ্রিদ মু‌খোমু‌খি  ◈ ২৫ লাখ কোটি টাকার ঋণে ডুবে পাকিস্তান সরকার দিশাহারা, গত অর্থবছ‌রের তুলনায় আরও বাড়ল ইসলামাবাদের ধার ◈ ইং‌লিশ লি‌গে টানা চতুর্থ পরাজয় লিভারপু‌লের, চেলসিকে হারিয়ে সান্ডারল্যান্ডের চমক ◈ মালয়েশিয়ায় পৌঁছেই নাচে মেতে উঠলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ◈ পি‌সি‌বির অদ্ভুত কাণ্ড, টেস্ট দ‌লের বর্তমান অধিনায়ককে বানিয়ে দেওয়া হলো বোর্ড কর্তা ◈ আরপিও শর্তে বিপাকে ছোট দল, ভোট করতে হবে নিজ দলের প্রতীকে ◈ বিজ্ঞাপনে ক্ষুব্ধ ট্রাম্প: কানাডার পণ্যে আরও ১০ শতাংশ শুল্ক বাড়ালো যুক্তরাষ্ট্র ◈ বান্দরবানে রাতের আঁধারে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগে যুবক গ্রেফতার

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৫ অক্টোবর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীর আলোচিত লামিয়া ধর্ষণ মামলায় দুইজনকে ১৩ বছর, একজনকে ১০ বছর কারাদন্ড দিয়েছে আদালত

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে সাকিব মুন্সী ও সিফাত মুন্সি কে ১৩ বছর এবং ইমরান কে ১০ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

বুধবার (২২ অক্টোবর) সকালে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শিরিন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা অপ্রাপ্তবয়স্ক থাকায় শিশু আদালত আইনের আওতায় তাদের সর্বোচ্চ সাজা প্রদান করা হয়।

পটুয়াখালী  নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আল নোমান জানান, এই মামলাটি বহুল আলোচিত মামলা। অভিযোগ পত্রে এই মামলায় তিনজনকে অভিযুক্ত করা হয়। ১৬ জনের স্বাক্ষী শুনানী শেষে আজকে আদালত রায় প্রদান করেছে। রায়ে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৩ ধারায় তিনজনকে ১০ বছর করে কারাদন্ড দেওয়া হয়। যেহেতু অভিযুক্তরা শিশু । তাই শিশু আইনের বিধান অনুয়ায়ী এই দন্ডাদেশ দেওয়া হয়। মামলায় সাকিব মুন্সী ও সিফাত মুন্সী  এই দুইজনকে পর্ণোগ্রাফী আইনে আরো তিন বছর করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। একটির পর একটি এই সাজা কার্যকর হবে বলে জানান তিনি। 

এদিকে আলোচিত এই মামলার রায়কে ঘিরে সকাল থেকে আদালন প্রঙ্গনে কঠোর নিরাত্তার নেওয়া হয়। সকাল সাড়ে ১০ টার দিকে আসামিদের নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নিয়ে আসা হয়। মামলার রায় শোনার জন্য আদালত প্রাঙ্গনে উৎসুক  মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের  দক্ষিন পাঙ্গাশিয়া গ্রামের মৃতঃ মোঃ জসিম উদ্দিনের মেয়ে মোসাঃ লামিয়া (১৭)। সে দুমকি সরকারী জনতা কলেজে উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বর্ষে  অধ্যায়নরত । মামলার বিবাদীরা পূর্ব পরিচিত। ০২ নং বিবাদী মোঃ সিফাত মুন্সী  তার সহপাঠি।
চলতি বছর ১৮ মার্চ লামিয়া তার দাদা বাড়ীতে গিয়ে পিতার কবর জিয়ারত  শেষে সন্ধ্যা পৌনে ৬ টার দিকে নানা বাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়।  এ সময়  বিবাদীরা লামিয়ার অজ্ঞাতসারে তাকে অনুসরন করে এবং  কিছুক্ষন পর সামনে এসে লামিয়ার দুই হাত ও মুখ চেপে ধরে পাশের একটি  গাছের বাগানের মধ্যে নিয়ে প্রথমে  মোঃ সাকিব মুন্সী (১৭)  ও পরে মোঃ সিফাত মুন্সী (১৭) লামিয়াকে  ধর্ষন শেষে বিবস্ত্র অবস্থায় একাধিক ছবি তোলে। ধর্ষন শেষে বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয় এবং যখন ইচ্ছা হবে তখন তাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে,  যদি রাজি না হয় তাহলে লামিয়ার  তোলা উলঙ্গ ছবি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেয়ার হুমকী দেয়। 

ঘটনার পরদিন দুমকি থানায় লামিয়া নিজে বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ ধারায় একটি মামলা দায়ের করে। 

এই মামলায় দুমকির নলদোয়ানী গ্রামের মৃত মামুন মুন্সীর ছেলে মোঃ সাকিব মুন্সী(১৭) ও একই গ্রামের সোহাগ মুন্সীর ছেলে  মোঃ সিফাত মুন্সী(১৭) নামে দুইজনকে আসামি করা হয়। 

আলোচিত এই  মামলাটির তদন্তে দুমকি থানার ইনচার্জ তদন্ত  মো. রফিকুল ইসলাম তদন্তকালে এই ঘটনায় তিনজনের সংস্পৃক্ততা পান এবং ১ মে আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে আদালতে ১৬ জনের স্বাক্ষী শুনানী শেষে আজ বুধবার আদালত বহুল আলোচিত এই মামলার রায় দেন। 

এ বিষয়ে জেলা জজ আদালতের পিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, “এই মামলার রায় একটি বার্তা দেবে—যে কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, সে যত প্রভাবশালী হোক না কেন।” বর্তমানে আসামীরা অপ্রাপ্তবয়স্ক থাকায় তাদের যশোর শিশু শোধনাগারে রাখা হবে। পরবর্তীতে যখন তাদের বয়স ১৮ বছর একদিন হবে তখন তাদের পটুয়াখালী কারাগারে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ এপ্রিল রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার বাসা থেকে জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের কন্যা (১৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এরআগে জসিম হাওলাদার গত বছরের ১৯ জুলাই আন্দোলন চলাকালে  ঢাকার মোহাম্মদপুরে পুলিশের গুলিতে আহত হয়ে ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আলোচিত ও চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মানুষ ও মানবাধিকারকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়