শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১০ সকাল
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি, শেরপুরঃ শেরপুরের শ্রীবরদীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিন (৩০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর শুক্রবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে কাজী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মোঃ জরিপ উদ্দিন একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গেল ৭ সেপ্টেম্বর বিকালে বাকপ্রতিবন্ধী শিশু (১২) তাদের বাড়ি পাশে রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিস নিয়ে বাড়িতে আসতে থাকে। শিশুটি আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে পৌছলে আনোয়ার হোসেন ওরফে কাজী তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে কাজী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক মোঃ জরিপ উদ্দিন শিশুটির পিতা ও বাবুল নামে আরেকজনকে মারপিট করে। এ ঘটনায় শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দিলে কাজী ও মোঃ জরিপ উদ্দিন কে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরের আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়