শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ৫০ শতাংশ শুল্কের চাপ: উৎপাদন বাংলাদেশসহ চার দেশে সরিয়ে নিচ্ছে ভারতীয় একটি প্রতিষ্ঠান ◈ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি ◈ নির্বাচনের সময় ঘোষণার পরও নানা প্রশ্ন ও দাবির চাপ ◈ মোরেলগঞ্জে ১৫ বছর ধরে বন্ধ পরিবার স্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসা সেবা বঞ্চিত ৫৫ হাজার মানুষ ◈ নাটোরে ব্যবসায়ীকে গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা ◈ আমি সেলিব্রিটি, আমার ওপর অনেক লোক আছে, এই বলে ভয় দেখাত: সানাই মাহাবুবের স্বামী মুসা (ভিডিও) ◈ বেনাপোল বন্দরের রাজস্ব আহরন বাড়লেও সেবা বাড়েনি! ◈ ভারতে পাচার দুই বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর ◈ ব্যালন ডি’অর ২০২৫ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ◈ অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া : প্রেস সচিব

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২৫, ০২:১৩ রাত
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দপ্তরি কাম প্রহরী গ্রেপ্তার

রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধিঃ দিনাজপুর পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে ঐ স্কুলের দপ্তরি কাম প্রহরীকে আটক করা হয়েছে।

গত বুধবার (৬ আগষ্ট) বেলা ২টার দিকে এলাকাবাসী পলাশ চন্দ্র রায় (৩৩) নামের ঐ বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পলাশ উপজেলার মন্মথপুর ইউনিয়নের তাজনগর ডাঙ্গাপাড়া গ্রামের সতীশ চন্দ্র রায়ের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ৫ম শ্রেণির ঐ ছাত্রীকে কৌশলে ডেকে নিয়ে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি কক্ষে শারিরিক নির্যাতন করে।

ঘটনাটি, ভিকটিম ছাত্রী তার পরিবারের সদস্যদের জানায়। পরে, এলাকাবাসী ছাত্রীকে ইভটিজিং অভিযোগে ৯৯৯ লাইনে থানায় ফোন করে। খবর পেয়ে পার্বতীপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাসুদ রানাসহ একদল পুলিশ বিদ্যালয়ে পৌঁছালে এলাকাবাসী দপ্তরি কাম প্রহরীকে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ দপ্তরি কাম প্রহরীকে আটক করে থানায় নিয়ে যায়। এঘটনায় ভিকটিমের পরিবার থানায় অভিযোগ না করায় পুলিশ আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) বিকেল ৩টায় পুলিশ ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মুলে গ্রেপ্তার দেখিয়ে আদালত পাঠিয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) স্কুলে সরেজমিনে গেলে, বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে নিয়মিত ১২-১৪ ছাত্র-ছাত্রী। কিন্তু আজকে তিনজন শিক্ষার্থীর দেখা মিলে। ৩য় ও ৪র্থ শ্রেনিতে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। স্কুলের সহকারি শিক্ষক লায়লা আক্তার জানান, বুধবার সকালে বৃষ্টি হচ্ছিল ওই শিক্ষার্থী স্কুলে আগে এসেছিল। তবে, সকালে কি ঘটেছে বিষয়টি জানি না। গত বুধবার সকালে স্কুলে এসে শিক্ষার্থীর অভিভাবক বিষয়টি জানিয়েছে।

গতকালের ঘটনার পর আজকে অনেক শিক্ষার্থী স্কুলে আসেনি। তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, স্থানীয় অভিভাবক মহলও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাজনগর চড়কডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পার্বতীপুর উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নীহার রঞ্জন রায় বলেন, আমরা বিষয়ে জানতে পেরেছি, আজকে বৃহস্পতিবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অফিসে ডেকে পাঠিয়েছি বিষয়টি জানান জন্য। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আব্দুল্লাহ আল মামুন বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল থেকে দপ্তরি কাম প্রহরীকে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার দুপুরে ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারা মূলে তাকে আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়