শিরোনাম
◈ প্রবাসীদের সুখবর দিলো ইসি ◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২৫, ১২:৫৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বি‌য়ে‌র দাওয়াত না পেয়ে অনুষ্ঠা‌নে হামলা, বর-ক‌নেসহ আহত ১০

কল‌্যাণ বড়ু্য়া, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর বৈলছড়ীতে বি‌য়ে‌র অনুষ্টা‌নে হামলার ঘটনায় বর ক‌নেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন ব‌লে জানা গে‌ছে।

উপ‌জেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকায় বুধবার (৬ আগস্ট) বিকা‌লে কেবি কনভেনশন সেন্টারের পা‌শে সড়‌কে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়, বুধবার বিকালে চেচুরিয়ার কে‌বি কমিউনিটি সেন্টারে পূর্ব বৈলছড়ী নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনু‌ষ্টান ছিল।

পাত্র প‌ক্ষের অ‌ভি‌যোগ, দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে হামলা করা হয়। বি‌য়ের শেষ পর্যা‌য়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলাটি করা হয়।

হামলা করে বরের শে‌রওয়ানি এবং নববধূর স্বর্ণালংকার নিয়ে যায় ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন বরপক্ষ। এসময় হামলার ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ কর‌ছে ব‌লে জানা যায়।

অপর এক‌ সুত্রে জানা যায়, বোন খালেদা বেগমের টাকা ও স্বর্ণালংক‌ার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বি‌দেশ পাঠায়। সে টাকার ‌হি‌সেব না ক‌রে এমন‌কি বি‌য়ে‌তে দাওয়াত না দেওয়া‌কে কে‌ন্দ্র ক‌রে ভাই বো‌নের ম‌ধ্যে ঝগড়া হ‌লে সেখা‌নে উপ‌স্থিত সক‌লে জ‌ড়ি‌য়ে প‌ড়ে।

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাই-বো‌নের টাকা পয়সা দেনা-পাওনা নি‌য়ে একটা ঘটনা হ‌য়ে‌ছে শু‌নে‌ছি। ত‌বে সেটা ক্লা‌বে না রাস্তায়। এ ঘটনায় কেউ কোন অ‌ভি‌যোগ ক‌রে‌নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়