শিরোনাম
◈ সাবেক সিইসি রকিবউদ্দীনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ তারেক রহমানই হবেন বিএনপির প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির ◈ বিকালে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে প্রকাশ্যে সাংবাদিককে কুপিয়ে হত্যা ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন চুক্তি সই ◈ রামগতিতে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪ জেলে দগ্ধ ◈ চালকের ঘুমে প্রাণ গেল ৭ জনের, এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত চালক ◈ বিএনপি যুগপৎ আন্দোলনের সমমনা দলগুলোকে নিয়ে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিলেন সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ ‌‘এনসিপি নেতাদের ‘কক্সবাজার ভ্রমণ’ নিয়ে মনে সন্দেহ জেগেছে’ (ভিডিও) ◈ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের তথ্য চেয়ে জরুরি নির্দেশনা মাউশির ◈ রাজনৈতিক বিশ্বাসের অপবিত্রতা দূর করতে: গাজীপুরে বিএনপি কার্যালয় দুধ দিয়ে ধুয়ে শুদ্ধি অভিযান 

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২৫, ১১:১৯ দুপুর
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির সমাবেশ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা

জামালপুরে বিএনপির সমাবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিনকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাময়িক অব্যাহতির বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যহতি প্রদান করা হলো।

জানা গেছে, মঙ্গলবার সদর উপজেলার নান্দিনা বাজার এলাকায় বিএনপির ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে শত শত গণপরিবহন যানজটে আটকে পড়ে। এসব বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন। বিষয়টি ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার নেতারা জানার পর তাকে সাময়কি অব্যহতি প্রদান করে।

ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন তার ফেসবুক আইডিতে লেখেন, এটা সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি ? এছাড়া ওই পোস্টে যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহনের ছবিও যুক্ত করেন তিন

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, মিছিল সমাবেশের জন্য কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। ইউনিয়ন ছাত্রদল নেতা অন্য গ্রুপের হওয়ায় এমন পোস্ট করেছে। তার দাবি অযৌক্তিক।

এ বিষয়ে মন্তব্য জানার জন্য সাময়িক অব্যহতি পাওয়া শরিফুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক অমিত হাসান রবিনের মোবাইলে একাধিকার কল দিলেও তিনি ধরেননি।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল জানান, সমাবেশ নিয়ে নিজ দল সম্পর্কে অমিত হাসান রবিন ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ায় তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়