শিরোনাম
◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল ◈ ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার ◈ আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ◈ ডকুমেন্ট সত্যায়নের ভোগান্তি কমেছে, মাসে দেড় লাখ নথি সত্যায়ন, এপোস্টিলে যেভাবে কাজ হয় ◈ ক্ষতিপূরণ পেতে অপেক্ষার প্রহর গুণছে ছাতক গ্যাসক্ষেত্র! ◈ বৃষ্টি-জোয়ারে চলাচলের সড়ক বিচ্ছিন্ন, দূর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ বাগেরহাটে জোয়ারের পানিতে ডুবে যায় স্কুল মাঠ, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান ◈ নাটোরে মৃত ঘোষিত ব্যক্তি গোসলের সময় নড়ে উঠলেন, পরে হাসপাতালে মৃত্যু

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৪:৩৭ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীনগরে ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স মেলা

মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনদপুর ইউনিয়নের দীর্ঘ দেড়মাস পর নিয়মিত চেয়ারম্যান রবিউল এর অনুপস্থিতিতে নাগরিক সেবা সচল রাখতে গত ০৮ জুলাই জেলা প্রশাসক কর্তৃক প্রশাসক হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন।

উল্লিখিত সময়ে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে ইতিমধ্যে তিনি কাজ করছেন৷ নাগরিক সনদ, জন্ম মৃত্যু সনদ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। নবীনগরের মধ্যে অন্যতম বৃহৎ বাজার হচ্ছে বাঙরা বাজার। ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স প্রদান করতে আজ সোমবার শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ কর্তৃক একদিনের ট্রেড লাইসেন্স মেলা। সকাল থেকে সরেজমিনে দেখা যায় শতাধিক ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মেলা থেকে নির্ধারিত ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করছেন। 

জিনদপুর ইউনিয়নে কৃষি পণ্য ব্যবসায়ী জীবন মিয়া জানান, এই প্রথম এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সহজেই ভোগান্তি ছাড়া ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছি।

ইউনিয়ন প্রশাসক মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, নাগরিক সেবা সচল করতে আমাদের এই উদ্যোগ। যেহেতু জুলাই মাসে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার জন্য ব্যবসায়ীদের বাধ্যবাধকতা রয়েছে, তাদের কাজকে একটু দ্রুত এবং সহজবোধ্য করার জন্য আমাদের পরিষদ এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা বেশ সাড়া পাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়