শিরোনাম
◈ বকেয়ায় কয়লা আমদানি করতে না পারায় বন্ধের পথে বাঁশখালী বিদ্যুৎকেন্দ্র! ◈ থানার সামনের পুকুরে সিজুকে পিটিয়ে হত্যা করা হয় (ভিডিও) ◈ সাইবার হামলার হুমকিতে রাশিয়া এরোফ্লোট এয়ারলাইন্স, ডজনখানেক ফ্লাইট বাতিল ◈ ভারতে মুসলিমরা এখন ‘ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তু’ , রাজ্য নির্বাচনের আগে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ ও বহিষ্কার ◈ আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ ◈ ডকুমেন্ট সত্যায়নের ভোগান্তি কমেছে, মাসে দেড় লাখ নথি সত্যায়ন, এপোস্টিলে যেভাবে কাজ হয় ◈ ক্ষতিপূরণ পেতে অপেক্ষার প্রহর গুণছে ছাতক গ্যাসক্ষেত্র! ◈ বৃষ্টি-জোয়ারে চলাচলের সড়ক বিচ্ছিন্ন, দূর্ভোগে ২০ হাজার বাসিন্দা ◈ বাগেরহাটে জোয়ারের পানিতে ডুবে যায় স্কুল মাঠ, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান ◈ নাটোরে মৃত ঘোষিত ব্যক্তি গোসলের সময় নড়ে উঠলেন, পরে হাসপাতালে মৃত্যু

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫, ০৪:৩৩ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২৫, ০৯:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ, উল্টে গেছে ২ বগি

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ২টি বগি উল্টে গেছে। এতে একটি ট্রেনের ইঞ্জিনের মারাত্মক ক্ষতিসাধন হয়। তবে বুড়িমারী থেকে আগত ট্রেনের যাত্রীরা ভয়ে ট্রেন থেকে লাফ দিয়ে নামলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।

‎সোমবার (২৮ জুলাই) দুপুর দুইটার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে রেল চলাচল বন্ধের পাশাপাশি লালমনিরহাটে মিশনমোড় থেকে শহরমূখী প্রধান সড়ক বিডিআরগেট দিয়ে ৩ ঘন্টা বন্ধ হয় যাতায়াত। ফলে সৃষ্টি হয়েছে ভোগান্তির।

‎রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, লালমনিরহাট রেলওয়ে স্টেশনে লালমনি এক্সপ্রেস ৬ ঘন্টা দেরিতে প্রবেশ করে। পরে ট্রেনটিকে কর্তৃপক্ষ স্টেশনের ওয়াশফিডে নিতে থাকে। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী ৬৬ নং কমিউটার(লোকাল) ট্রেনটি বিডিআর গেট এলাকায় লালমনি এক্সপ্রেসকে ধাক্কা দেয়। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনটির দুটি এসি বগি উল্টে যায়। এসময় বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটির কয়েকজন যাত্রী আহত হয়। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

‎যাত্রী, স্থানীয় বাসিন্দা বলছেন, এমন দূর্ঘটনার শিকার এর আগে হয়নি এই এলাকায়। রেলওয়ে স্টেশনের সিগন্যাল জটিলতা অথবা ট্রেন চালকের গাফলতিতে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবি তাদের। আর সচেতনরা বলছেন দ্রুত তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের গাফলতি পেলে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আর কেন এবং কার জন্য এমন দূর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আপাততঃ উদ্ধার কাজ চলছে জানালেন রেলওয়ে কর্তৃপক্ষ।

‎লালমনিরহাট লোকোর ডিএমই সাজিদ হাসান নির্ঝর জানান, বর্তমানে রেললাইনে ট্রেন চলাচল সচল ও উল্টে যাওয়া বগি উদ্ধারে কাজ করছে রেলওয়ের উদ্ধারকারী দল। এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা(ডিসিও) আব্দুল্লাহ আল মামুনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়