হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আলমগীর মোল্যাকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম ওই কৃষকলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার বেজিডাঙ্গা গ্রামে অবস্থিত সদর ইউনিয়ন কৃষক লীগের দলীয় কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমগীর হোসেন ওই এলাকার মৃত ইমাম মোল্যার ছেলে।
আলফাডাঙ্গা থানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৮ জানুয়ারি আলফাডাঙ্গা থানায় আওয়ামী লীগের ১৭০ নেতাকর্মীর নাম উল্লেখ করে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করেন সদর ইউনিয়নের বুড়াইচ এলাকার ইদ্রিস সর্দারের ছেলে লাভলু সর্দার। এ ছাড়া মামলায় আড়াই থেকে তিন হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আলমগীর মোল্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে আলমগীর মোল্যা দলীয় পদ-পদবি ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করছিলেন। ৫ আগস্টের পরেও এলাকায় বীরদর্পে চলাফেরা করতেন তিনি। নিয়মিত বসতেন দলীয় কার্যালয়ে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে ওই কার্যালয় থেকে সাইনবোর্ড, দলীয় প্রধানদের ছবি সরিয়ে ফেলেন তিনি।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।