খুলনায় রহস্যজনকভাবে পাঁচজনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছেন আরও একজন।
শনিবার (১৯ জুলাই) দুপুরের পর থেকে অসুস্থ হয়ে তারা মারা যান। তবে বিষাক্ত মদ অতিরিক্ত মাত্রায় পান করায় ওই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন, গৌতম কুমার বিশ্বাস (৪৭), সাবু (৬০), বাবু (৫০) ও তোতা (৬০)। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন সনু (৫৮)। তারা সবাই খুলনা নগরের বয়রা এলাকার বাসিন্দা ও ভাড়াটিয়া। তবে নিহত আরও একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) দক্ষিণ জোনের এডিসি হুমায়ুন কবির বলেন, তোতার হোটেলে বসে এই পাঁচজন মদ পান করেছিল। তবে অতিরিক্ত মদ পান করার কারণে, না অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।