নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক বলেছেন, “জাতীয় মানবাধিকার কমিশনের নামে দেশে সমকামিতার অফিস খোলা যাবে না। এ দেশের মানুষ তা মেনে নেবে না, আমরাও তা হতে দেব না।”
শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, “বর্তমান সরকারের সময় শেষ। দ্রুত কাঙ্ক্ষিত সংস্কার শুরু করুন। পিলখানা, শাপলা চত্বর, হেফাজত এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দেশের মানুষ দেখতে চায়।”
মামুনুল হক আরও বলেন, “সরকার পতনের পর সংখ্যালঘুদের উপর কেউ হামলা করলে হেফাজতের কর্মীরাই মন্দির, গির্জা ও প্যাগোডা পাহারা দিয়েছিল। তাই আমরা স্পষ্ট করে বলছি—এ দেশে কাদিয়ানী বা সমকামী সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা সব ধর্মের মানুষ রুখে দেবে।”
তিনি জানান, খেলাফত মজলিস আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে সারাদেশে প্রার্থী মনোনয়ন দিয়েছে। মানুষ খেলাফতের নেতৃত্বকেই নির্বাচিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পথসভায় আরও বক্তব্য দেন খেলাফত মজলিস লালমনিরহাট জেলা সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল, সহ-সভাপতি মাওলানা আবু বক্কর সিদ্দিকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
এর আগে গাইবান্ধা ও কুড়িগ্রামে সফর শেষে পাটগ্রামের জনসভায় যোগ দিতে গিয়ে আদিতমারীতে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মামুনুল হক।