শিরোনাম
◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার ◈ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি? ◈ গডফাদার’ মন্তব্য ঘিরে উত্তেজনা: চকরিয়ায় এনসিপির বিরুদ্ধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া (ভিডিও) ◈ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৫, ০২:১৪ রাত
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্কে অন্যের স্ত্রীসহ হাতেনাতে ধরা পুলিশের সেই এসআই শিমুল, অতপর...

অন্যের স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়ে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব। ঘটনাটি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে শুক্রবার দিবাগত রাতে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

ওসি নাজমুল নিশাত বলেন, নগরীর বেলস পার্কে ঘটে যাওয়া বিষয়টি জানাজানি হওয়ার পর এসআই মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, এর আগে এসআই মাহবুব হোসেন শিমুলের বিরুদ্ধে একাধিক নারী কেলেঙ্কারির ঘটনা রয়েছে। প্রতিবারই সুকৌশলী মাহবুব ঘটনাগুলো ধামাচাঁপা দিতে সক্ষম হন। তবে এবারের ঘটনা ধামাচাঁপা দিতে চাইলেও বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম অবহিত থাকায় এসআই মাহবুব হোসেন শিমুলের আর শেষ রক্ষা হয়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়