শিরোনাম
◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার ◈ ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন কী কাজ করবে, কেন কিছু দলের আপত্তি? ◈ গডফাদার’ মন্তব্য ঘিরে উত্তেজনা: চকরিয়ায় এনসিপির বিরুদ্ধে বিএনপির তীব্র প্রতিক্রিয়া (ভিডিও) ◈ গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৪:১০ দুপুর
আপডেট : ২০ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে চারলেনের কাজ শুরুর প্রেক্ষিতে ব্লকেড কর্মসূচি স্থগিত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর টু ভাঙ্গা মহাসড়কের অংশে চারলেনে উন্নীতকরণের জন্য জমি অধিগ্রহণের কাজ আন্দোলনের মুখে আবার শুরু করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) থেকে জেলা প্রশাসন থেকে দাপ্তরিক কাজ শুরু করেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। একইসাথে তারা জানান, এ বছরের মধ্যেই চারলেনের মহাসড়ক তৈরির কাজ শুরু করা হবে।

সাম্প্রতিক বৃষ্টিতে মহাসড়কের এই অংশ একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ার প্রেক্ষিতে সম্প্রতি মহাসড়কটি চারলেনে উন্নীত করার আন্দোলন শুরু হয়। গত ১৩ জুলাই ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে এ কাজ শুরুর জন্য এক সপ্তাহের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মতবিনিময় সভার আহ্বান করা হয়। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা থেকে এসব সিদ্ধান্ত জানানো হয়। সভায় জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে চারলেন বাস্তবায়ন আন্দোলন কমিটির প্রতিনিধি দলের পাশাপাশি পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে সভায় ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো: বাকাইদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অন্যদিকে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি হিসেবে মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুত তাওয়াব, জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কাজী রিয়াজ,  সদস্য সচিব সোহেল রানা এবং চারলেন বাস্তবায়ন আন্দোলন কমিটির প্রতিনিধি দলের সদস্য আবরার নাদিম ইতু, কাজী রিয়াজ, ভিপি গিয়াস, শেখ আরিফ, সেলিম মিয়া, মাহমুদউল্লাহ, ওয়ালিদ হাসান প্রমুখ সভায় যোগ দেন। 

সভায় আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়,  চারলেন বাস্তবায়ন কাজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম অবহেলা করছেন। এজন্য তাদের এই পথে সড়ক দুর্ঘটনায় প্রতিটি মৃত্যুর দায় নিতে হবে। এ কথায় সভায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী বলেন, এই রুটে যানবাহন চলাচল করানোটা এখন দুঃসাধ্য ব্যাপার। জনগণের ভোগান্তির কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই কাজ দ্রুত শেষ করতে হবে। 

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার বলেন, দীর্ঘদিন অচলাবস্থার পর চলতি বছর সেখানে সংস্কার কাজের জন্য দু'টি টেন্ডার করা হয়। কাজ শুরুর সময় অতিবৃষ্টিতে আটকে যায়। এরপর ভারি বর্ষণের ফলে সেখানে খুবই খারাপ অবস্থা সৃষ্টি হয়। আমরা পরিস্থিতি অনুধাবন করে দ্রুতই ব্যবস্থা নেবো। তবে বৃষ্টির মধ্যে কাজ করলে সেটি যথেষ্ট হবেনা বলেই আবহাওয়া ভালো হওয়ার অপেক্ষায় সময় লাগছে।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, মহাসড়কের এই অংশ চারলেনে উন্নীতকরণের কাজ আটকে যায় কিছু মামলা জটিলতায়। এ মামলাগুলো অনেক পুরনো। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে আমরা আবার এই কাজ শুরু করেছি। আশা করছি দ্রুতই এ কাজ শুরু করবো।

চারলেন বাস্তবায়ন আন্দোলন কমিটির সদস্য আবরার নাদিম ইতু বলেন, প্রশাসনের আন্তরিকতা বিবেচনায় এ দাবিতে ২৩ জুলাই রোড ব্লকেড কর্মসূচী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, আবহাওয়া অনুকূল হলেই মহাসড়ক চলনসই করার জন্য প্রয়োজনীয় মেরামত ও সংস্কার কাজ শুরু করা হবে। পাশাপাশি চারলেনের জন্য জমি অধিগ্রহনের কাজ দ্রুত শেষ করবে। একাজে কোন রকম অবহেলা বা দীর্ঘসূত্রিতা মেনে নেওয়া হবে না। সেক্ষেত্রে আমরা যেকোন সময় রোড ব্লকেড, কার্যালয় ঘেরাও বা এ জাতীয় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়