শিরোনাম
◈ রিটার্ন না দেওয়া টিআইএনধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ ◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ১২:১৫ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

আইরিন হক, বেনাপোল(যশোর): যশোরের বকুলতলায় ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ স্থানে এর আগে শেখ মুজিবর রহমানে ম্যুরাল স্থাপন করা ছিল। ০৫ আগস্টের পর ৩ দফায় এটা ভাঙা হয়।

সোমবার (১৪ জুলাই)  যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম বলেন, সারাদেশের মতো যশোরেও জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। 

তিনি বলেন, ১৯৭১-এ বহু রক্তের বিনিময়ে বহিরাগত শক্তির বিরুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। আর ২০২৪-এর দেশের ভেতরকার ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রক্ত দিয়ে লড়াই করে নতুন ইতিহাস রচিত হয়েছে। 

তিনি বলেন, আমাদের সেই সাহস, ত্যাগ আর প্রত্যয়ের স্মারক এই স্মৃতিস্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। 

জেলা প্রশাসনের তথ্য মতে, জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণে যৌথভাবে কাজ করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ। এর জন্য বরাদ্দ ১৪ লাখ টাকা। স্মৃতিস্তম্ভটির উচ্চতা হবে ১৮ ফুট ও প্রস্থ হবে ৬ ফুট। এর বিভিন্ন অংশ খোদাই করা হবে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজপথে উচ্চারিত উদ্দীপনামূলক শ্লোগানসমূহ। আগামী ৫ আগস্ট এই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টির নেতা নূরুজ্জামান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা আব্দুল জব্বার, জুলাই যোদ্ধা মাসুম বিল্লাহ, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।

উল্লেখ্য, উল্লেখ্য এ স্থানে এর আগে শেখ মুজিবর রহমানে ম্যুরাল স্থাপন করা হয়েছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট বিক্ষুব্ধ ছাত্র-জনতা ম্যুরালটি গুড়িয়ে দেয়। সেই স্থানেই জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়