শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ২২ জুন, ২০২৫, ০৬:৫২ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিক্সার ধাক্কায় এক শিশুর মৃত্যু

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাডীতে অটোরিক্সার ধাক্কায় শুভ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শুভ মালিপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চিপস কিনতে বাড়ির পাশের দোকানে যায় শুভ। চিপস কিনে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি ব্যাটারি চালিত অটোরিকশা শিশুটিকে ধাক্কা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

এসময় শুভর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এসময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা বাজারে শিশুটির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য কোহিনুর রহমান। পরে রবিবার সকালে জানাযা শেষে লাশ দাফন করা হয়৷ শিশু শুভর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান (রাশেদ) বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এই ঘটনায় শিশুর পরিবারের কারোর প্রতি কোন অভিযোগ নেই এই মর্মে আমাদের কাছে লিখিত দেয়ায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়