শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০২:৪৯ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২

পদ্মা সেতুতে যাত্রীবাহী বাসের সঙ্গে কেমিক্যাল বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার রাত ১১ টার দিকে সেতুর ২নং পিলারের কাছে মুন্সীগঞ্জের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সেতু কর্তৃপক্ষ। তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতদের মধ্যে খুলনা সদরের রাকিব সমাদ্দার নামে একজনের পরিচয় পাওয়া গেছে।

আহতরা হলেন- খুলনার আয়েশা সিদ্দীক, শেখ আনিসুজ্জামান, মামুন, আজাদ গাজী,  মোহাম্মদ হাবিব সেখ ও আরিফুল শেখ, গোপালগঞ্জের মিল্টন।

পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, জাজিরা থেকে থেকে ড্রামে কেমিক্যাল বোঝাই করে ট্রাকটি মাওয়ার পথে আসছিল। ২নং পিলারের কাছে পৌঁছালে হঠাৎ ট্রাকটি বিকল অথবা বন্ধ হয়ে যায়। এ সময় একই লেনে থাকা ইমাদ পরিবহণের বাসটি পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় ট্রাককে। এতে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনে অংশ। দুর্ঘটনায় স্থলেই মৃত্যু হয় ১ জনের। অপরজন ঢাকা হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন বলে জানা যায়।

খবর পেয়ে সেতু কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে অংশ নেয়। এ সময় দুজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা বাড়তে পারে। ধারণা করা হচ্ছে নিহত ও আহতরা বরযাত্রী। তাদের বেশিরভাগই বাসের সামনের অংশে বসা ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়