শিরোনাম
◈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ: শিগগিরই আসছে বিজ্ঞপ্তি ◈ শুল্ক সুবিধা টিকিয়ে রাখতে শ্রম সংস্কারে জোর যুক্তরাষ্ট্রের সংগঠনের ◈ ‘অসত্য তথ্য দেওয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক ও ইসি’ ◈ শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা ◈ দুঃখ প্রকাশ করে ফেসবুকে যা লিখলেন উপদেষ্টা মাহফুজ আলম ◈ আরও ৪৩ জনকে তিন সীমান্ত দিয়ে পুশইন করল ভারত ◈ ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের ◈ পানি নিয়ে পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি ◈ এবার শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অবরোধ করলো ছাত্রদল, তীব্র যানজট ◈ উপদেষ্টা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করলেন রিজভী (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ২২ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য কর্মকর্তা সহ আহত ৫

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নাজমা আক্তারের প্রাইভেট কার (চট্টমেট্রো ঘ ১১-১৮৫৩) গাড়ীর সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে বাঁশখালী আনোয়ারা সড়কের তৈলারদ্বীপ এলাকায় এই ঘটে। এতে আহতরা হলেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নাজমা আক্তার ও তার গাড়ি চালক, বাঁশখালীর চাম্বল এলাকার ছৈয়দ নূর (৩৬), বৈলছড়ির নার্গিস আক্তার (৩৬) ও ফখরুদ্দিন (২৬)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সুত্রে জানা যায়,বাঁশখালী থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নাজমা আক্তারের প্রাইভেট কার গাড়ীর সাথে তৈলারদ্বীপ এলাকায় দ্রুতগামী বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:নাজমা আক্তার ও তার গাড়ি চালক এবং সিএনজিতে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয় বলে সুত্রে জানা যায়।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাহতাব উদ্দিন চৌধুরী জানিয়েছেন,বুধবার বিকেলে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। উল্লেখ্য বাঁশখালী আনোয়ারা সড়কে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা সংঘটিত হলে এ ব্যাপারে প্রশাসন কিংবা ট্রাফিক পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনা। অভিযোগ রয়েছে এ সড়কে সহ¯্রাধিক লাইসেন্স ও নম্বর বিহীন সিএসজি অটোরিক্সা চলাচল করে বেপোয়ারা গতিতে। যার কারণে প্রতিদিন কোথাও না কোথাও দুর্ঘটনা সংঘটিত হয়। এ সব গাড়ি থেকে মাসিক মাসিক মাসোয়ারা নিয়ে লাইসেন্স ও নম্বর বিহীন চলাচলের ব্যবস্থা করে একটি মহল। যার কারণে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়