শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগের ১৯ নেতা-কর্মী গ্রেপ্তার

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

এর আগে বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শিমুল ভূঁইয়া রয়েছেন। অন্যরা জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা-কর্মী বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গত ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা হামলা ও গুলি চালান। এতে সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নামের চার শিক্ষার্থী নিহত হন। এ সময় দুই শতাধিক ব্যক্তি গুলিবিদ্ধসহ আহত হন বহু লোক। ওই ঘটনায় থানায় একাধিক মামলা হয়। এসব মামলায় সর্বশেষ ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত গ্রেপ্তার আসামির সংখ্যা ২০৭ জনে দাঁড়িয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় এ পর্যন্ত ২০৭ জনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের পুলিশি অভিযান চলছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়