শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছর: বাড়তে পারে সেবা মাশুল, সুদ, টোল ও ইজারামূল্য ◈ কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ‘স্ট্রেইট কাট’ জানালেন পিনাকী ভট্টাচার্য (ভিডিও) ◈ ভয়াবহ নতুন তথ্য বাংলাদেশসহ ৮ দেশে অ্যান্টিবায়োটিক নিয়ে ◈ ১৪ হাজারের বেশি হজযাত্রীর ভিসা এখনো হয়নি ◈ পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ◈ চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য জামায়াতের রাষ্ট্র গঠনের প্রস্তাবে যা বলল মিয়ানমার ◈ বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া ◈ সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে উন্নতি : মাহফুজ আলম ◈ বাংলাদেশ সফর কর‌বে ভারত, বাতিলের শঙ্কা উড়িয়ে দিল বিসিবি ◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও)

প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পাহাড় ধসে দুই কিশোরের মৃত্যু

এস এম সালাহউদ্দিন, আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সীমান্তঘেঁষা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এ ভয়াবহ পাহাড়ধসে প্রাণ হারিয়েছে দুই কিশোর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরে চলে আসা অবৈধ ও অনিরাপদ পাহাড় কাটারই ছিল এই দুর্ঘটনার মূল কারণ।
 
নিহতরা হলেন- আব্দুর রহিমের ছেলে রোহান ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ। আহত সিয়াম ও সিফাত বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেইপিজেড কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক সপ্তাহ ধরে পাহাড় কাটা চলছিল। বুধবার রাতের বৃষ্টির পর ভোরে পাহাড়ের মাটি দুর্বল হয়ে পড়ে।
 
সকাল ১০টার দিকে এলাকার চার শিশু খেলতে গেলে হঠাৎ পাহাড় ধসে পড়ে, চাপা পড়ে যায় তারা। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। স্থানীয় বাসিন্দা মো. আবু তাহের ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ-ছয় দিন ধরে তারা পাহাড় কাটতেছে, কিন্তু কোনো সতর্কতা চিহ্ন বা নিরাপত্তার ব্যবস্থা নেয়নি। এই অবহেলার কারণেই আজ আমাদের এলাকার দুটি শিশু মারা গেলো। এ বিষয়ে কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. মুশফিকুর রহমান বলেন, “পরিবেশ অধিদপ্তরের অনুমতিতে টিলাটি কাটা হচ্ছিল কারখানা স্থাপনের জন্য। এই দুর্ঘটনা অনাকাঙ্ক্ষিত।
 
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, “ঘটনার পরপরই পুলিশ পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়