শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:৩২ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পীরগঞ্জে ভূয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

জাকির হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভূয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ উঠেছে গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। গত রোববার রাতে প্রতিষ্ঠানটিতে পরিদর্শনে গিয়ে ভুয়া নিবাসী দেখেয়ে সরকারি অর্থ তছরুপ করার সত্যতা পেয়েছেন উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিলে ঐ এতিমখানার  ধরতা-কর্তা অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।  

পীরগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম জানান, নিয়মিত তদারকির অংশ হিসেবে রোববার রাতে তাকে সাথে নিয়ে উপজেলার হাজীপুর ইউনিয়নের গোগর পাটুয়াপাড়া হাফিজিয়া এতিমখানা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় ২৬ জন নিবাসীকে এতিমখানায় উপস্থিত পাওয়া যায়। অথচ তাদের খাতা পত্র যাচাই করে দেখা যায় ওই এতিমখানায় কাগজে কলমে ১৭০ জন নিবাসী রয়েছে। এর মধ্যে ৬২ জন সরকারি ক্যাপিটেশন গ্র্যান্ড (অনুদান) ভোগ করছেন।

সরকারী বিধি অনুযায়ী ৬২ জন এতিম ও অসহায় সরকারি ক্যাপিটেশন সুবিধা পেতে হলে প্রতিষ্ঠানটিতে কমপক্ষে ১২৪ জন এতিম অসহায় নিবাসী থাকার কথা। সেখানে তারা পেয়েছেন ২৬ জন। যাদের অনেকেই আবার এতিম নয়। 

সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে ভূয়া এতিম ও আসহায় নিবাসী দেখিয়ে সরকারি অর্থ লোপাট করা হচ্ছে এমন অভিযোগও ছিল তাদের কাছে। পরিদর্শনে গিয়ে তারা এর সত্যতা পেয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার তাকে নির্দেশনা দিয়েছেন।

সমাজসেবা দপ্তরের তথ্য মতে বর্তমানে ভুয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে ঐ এতিমখানা কতৃপক্ষ মাসে ১ লাখ ২৪ হাজার টাকা সরকারী কোষাগার থেকে উত্তোলন করছেন। বিধি অনুযায়ী যার সিংহ ভাগই তছরুপ করা হচ্ছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেখানে তারা ঐ দূর্নীতি করে আসছেন।

এদিকে ভুয়া এতিম ও অসহায় নিবাসী দেখিয়ে সরকারী অর্থ আত্নসাত করার বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে পদ্যার অন্তরাল থেকে ঐ এতিমখানার পরিচালনায় দায়িত্বে থাকা অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা প্রশাসনের নামে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। রবিবার রাতে তিনি তার ফেসবুক আইডিতে লিখেছেন-“উদ্দেশ্য প্রণোদিত হয়ে উপজেলা প্রশাসন ঐ এতিমখানা পরিদর্শন করেছেন ......”। মুলত টাকা লুটপাটের বিষয়টি ধামাচাপা দিতেই ফেসবুকে এমনটা লেখা হয়েছে বলে অভিমত উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলামের।
 
অভিযোগ রয়েছে, সেই সেনা কর্মকর্তা ঢাকা এবং চিটাগাংয়ে অবস্থান করেন এবং বিভিন্ন দলের বড় বড় নেতাদের সাথে তার সখ্যতা রয়েছে। তার মদদে এতিমখানাটিতে সরকারী অর্থ আত্নসাতের মহোৎসব চলছে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে অবসরপ্রাপ্ত সেই সেনা কর্মকর্তার কাছে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে তিনি জানান, তার হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনিয়ম রয়েছে। সেটা সংশোধন করার চেষ্টা করছেন। অনেকের আপত্তির কারণে ফেসবুক পোষ্টটি তিনি বর্তমানে হাইড করে রেখেছেন।

অভিযোগের বিষয়ে এতিমখানাটির মুহতামিম রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে- তিনি রিসিভ করে সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথেই ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন।

এ বিষয়ে এতিমখানার সভাপতি মঈনুল হোসেন সোহাগ জানান, কর্নেল (অব) সোহেলের বাবা এ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানাটি করে গেছেন। এখন তারা কষ্ট করে প্রতিষ্ঠানটি চালাচ্ছেন। সেখানে কিছু সমস্যা তো আছেই। বিষয়টি শিথিলতার সহিত দেখার আহবান জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, সমাজ সেবা কর্মকর্তার সাথে তিনি ঐ এতিমখানা পরিদর্শনে যান। এ সময় প্রতিষ্ঠানটির দাপ্তরিক নিবাসীর সাথে বাস্তবতার বিশাল ফারাক দেখতে পান। সমাজসেবা দপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়