শিরোনাম
◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈  নতুন আইন হচ্ছে  র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব ◈ বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০৮ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিবি পুলিশ সেজে ইমামকে অপহরণ করে ৪.৩০ লাখ টাকা লুট, বন্দর থানায় মামলা

ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদ আহসান হাবীব (২৭) নামের এক মসজিদের ইমামকে হাতকড়া পরিয়ে তার মালিকানাধীন বিকাশের দোকান থেকে নগদ ৪ লাখ ৩০ হাজার টাকা, সিম কার্ড ও মোবাইল লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ফনকুল গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা হয়েছে।

ইমাম আহসান হাবীব জানান, তিনি ফনকুল নূরে মোহাম্মদ বাগে জান্নাত জামে মসজিদে ইমামতি করেন। মসজিদের পাশেই নূরে মোহাম্মদ স্টোর নামে তার একটি বিকাশের দোকান রয়েছে। 

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তিনি দোকানদারি করছিলেন। রাত পৌনে ৯টার দিকে একটি সাদা রংয়ের মাইক্রোবাসে করে ৭-৮ জন লোক তার দোকানে এসে নিজেদের ডিবি পুলিশের লোক বলে পরিচয় দেয়। 

পরে তাকে দোকান থেকে বাইরে আসতে বলে ২-৩ জন লোক দোকানের ভেতর প্রবেশ করে ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৮০ হাজার টাকা ও বিভিন্ন মোবাইল কোম্পানির সিম কার্ড হাতিয়ে নেয়। একপর্যায়ে তারা তাকে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে হাতকড়া পরিয়ে বৈদ্যুতিক শক দেয় এবং বিকাশ লেনদেনের মোবাইল হাতিয়ে নিয়ে বিকাশ ও রকেট অ্যাকাউন্ট থেকে দুই লাখ ৮০ হাজার টাকা তাদের একটি নম্বরে ক্যাশ আউট করে। পরে তাকে হাত-পা বেঁধে বন্দরের মালিবাগ এলাকার রাস্তায় ফেলে দিয়ে চলে যায়।

এ ব্যাপারে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়