সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সরিষাবাড়ীর সিমান্তবর্তী এলাকা রঘুনাথপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত জাহিদ হাসান ফরহাদ পোগলদিঘা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ থেকে কাজিপুর উপজেলার রঘুনাথপুর বাজার পর্যন্ত রাস্তা সংস্কার কাজের ঠিকাদারি কাজ পায় যুবদল নেতা ফরহাদ হোসেন। সকালে রাস্তার কাজের ইট বালুর টাকা দিতে যায় সে। এসময় পূর্বশত্রুতার জের ধরে তার গতিপথ রোধ করে কয়েকজন যুবক। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফরহাদকে পিটিয়ে আহত করে। এসময় তার বাবা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে হাত ভেঙে দেয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ফরহাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ বিষয়ে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন অর রশিদ ফকির বলেন, ফসলী জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধ ছিলো। সেই জের ধরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদকে মারধর করেছে শুনেছি।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।