শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:৫০ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর সরলে লবণ মাঠ দখ‌লের জের ধরে গোলাগুলি, আহত ২৫

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রা‌মের বাঁশখালীর সাগর উপকুলীয় সরলে লবণ মাঠ দখ‌ল ও পূর্ব বিরোধের জের ধরে হামলার ঘটনায় কমপ‌ক্ষে ২০/২৫ গুলিবিদ্ধসহ আহত হয়েছে। ত‌বে এ ঘটনায় আহত অ‌নে‌কে হাসপাতা‌লে চি‌কিৎসা নি‌তে আ‌সে‌নি ‌বিগত দি‌নের মামলা ও নানা অ‌ভি‌যো‌গের কার‌ণে ।মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে  উপকূলীয় সরল ইউনিয়নের উত্তর সরল নতুন বাজার এলাকায় এই হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ‌তে আহত ও গু‌লি‌বিদ্ধ‌দের উদ্ধার ক‌রে প্রথ‌মে বাঁশখালী হাসপাতা‌লে আনা হ‌লে তা‌দের গুরুতর আহত ও গুলিবিদ্ধ মোহাম্মদ রুবেল (৩০), জমির উদ্দীন (৫২) ও আবদুল করিম (৪৬) মোহাম্মদ ফোরকান (৩১), মোহাম্মদ মাহিম (১৯), আজিজুর রহমান (৫০), নুর হোসেন (৩৭), মোহাম্মদ দেলোয়ার (৩৮), শাহজাহান (৩০) কে  প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চি‌কিৎসার জন‌্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে হাসপাতা‌লে কর্তব‌্যরত জরুরী বিভা‌গের চি‌কিৎসক।

ঘটনার প্রত‌্যক্ষদর্শ‌ী এবং গু‌লি‌বিদ্ধ আহ‌তেরা জানান মঙ্গলবার বিকা‌লে উত্তর সরল এলাকার দেলোয়ার হোসেন লবণ মাঠ থেকে ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে লবণ মাঠ নিয়ে পূর্ব থেকে বিরোধ থাকায় দেলোয়ারকে আটকে রেখে মারধর করে। সে সর‌লের আ‌লো‌চিত সা‌বেক মেম্বার জাফর আহম‌দের পুত্র। খবরটি ছড়িয়ে পড়লে দেলোয়ারের পক্ষের লোকজন তাকে উদ্ধারে এগিয়ে এলেএ সময় দু,প‌ক্ষের ম‌ধ্যে হামলা পাল্টা হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘ‌টে । এ সময় উপ‌রোক্ত চ‌মেক নেওয়া‌ আহ‌তেরা সহ নি‌ন্মের রাকিব (২০), নুর হোসেন (৩৭), জমির (৫০), আজিজুর রহমান (৪৮), রোকমান (২৪), আনি (২৭),
তৈয়ব (৫২), আবু তালেব (৬০), ফরিদ (৫২),মাহিন (১৬), ফোরকান (৩৫), শাহাজান (৩০), শাকিল (২০), রোবেল (৩১),  সৈয়দ নূর (৪৫), নয়ন (১৯), শাকিল (২০), শাহাব উদ্দীন (৩২), ইউনুস (৫০), ফারবেছ (২৩), রাশেদ (২৩), হাবিব (২৪), শাকিব (২৪), আবদুল আলিম (৪৫) গুলি‌বিদ্ধ ও আহত হয়।

ঘটনার ব‌্যাপা‌রে বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ ( ওসি) মোঃ সাইফুল ইসলাম ব‌লেন,বাঁশখালীর উপকুলীয় সরলে দীর্ঘদিন থে‌কে লবণ মাঠ নিয়ে দুটি পক্ষের মাঝে  বিরোধ চলে আসছে। বিগত দি‌নে অ‌নেক বার  উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করেছি। তারপ‌রেও এরা বি‌রো‌ধে জ‌ড়ি‌য়ে প‌ড়ে । আজ‌কের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। আহত‌দের চি‌কিৎসা সহ সা‌র্বিক বিষ‌য়ে খবরাখবর রাখা হ‌চ্ছে, ঘটনাস্থ‌লে অতিরিক্ত আইনশৃংখলা বা‌হিনী মোতা‌য়েন করা হ‌য়ে‌ছে । সন্ধ‌্যায় এ রি‌পোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়‌নি ব‌লে থানা সু‌ত্রে জানা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়