শিরোনাম
◈ বৃটেনে বাংলাদেশি প্রভাবশালীদের সম্পত্তি লেনদেন নিয়ে গার্ডিয়ানের বিস্ফোরক প্রতিবেদন ◈ জামায়াতের সমাবেশে বাংলাদেশে নতুন রাজনৈতিক মেরুকরণের বার্তা ◈ এনসিপির নিবন্ধনে ঘাটতি: ৩ আগস্টের মধ্যে সংশোধনের সময় দিয়েছে ইসি ◈ ট্রাম্পের ক্ষোভে ওয়াল স্ট্রিট জার্নাল, মামলা ১০ বিলিয়ন ডলারের ◈ নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার দ্বারপ্রান্তে বাংলাদেশ ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা: ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণ ও ভূ-রাজনৈতিক উদ্বেগ ◈ রাজধানীর পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ◈ ব্রহ্মপুত্রে চীনের দৈত্যাকার বাঁধ: ভারত ও বাংলাদেশের উদ্বেগ উপেক্ষা করেই প্রকল্পের উদ্বোধন ◈ জাতীয় মানবাধিকারের নামে সমকামিতার অফিস করতে দিবো না: মামুনুল হক ◈ মির্জা ফখরুলের ভাইয়ের ওপর হামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৯ রাত
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া কঠিনশীলা খনিতে দূর্ঘটনায় সোহাগ আলী বাবুল নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে খনির আন্ডারগ্রাউন্ডে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকে খনির ভূ-অভ্যন্তরে ব্লাস্টিং এর কাজ শুরু করেন সোহাগ নামে এক শ্রমিক। এসময় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে উদ্ধার করা হয়। এর পরপরই ওই শ্রমিক মৃত্যু বরণ করেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিলাই মালতলা গ্রামে ওই হতভাগা শ্রমিকের বাড়ি পিতা রফিক মন্ডল বলে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম।

জিটিসি কর্তৃপক্ষের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান,ওই শ্রমিক কর্মরত অবস্থায় অসাবধানতা বসত ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনার স্বীকার হন।পুলিশ সুরতহাল রিপোর্ট করছেন।ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে,ওই হতভাগা শ্রমিক সকাল সাড়ে দশটায় পড়ে গেলেও তাকে উদ্ধার করা হয়েছে বেলা সাড়ে বারোটায়।এই গাফিলতির জন্য তারা কর্তৃপক্ষকে দায়ী করছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়