শিরোনাম
◈ ২ কৃষককে ফেরত পাওয়ায় ২ ভারতীয়কে ছেড়ে দিল বিজিবি (ভিডিও) ◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ০২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও, ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র কোরআনের সুরা ফাতেহাকে ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি ও সামাজিক মাধ্যমে প্রচারের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার টিকটকার মুক্তা আক্তার ও তার স্বামী ইব্রাহিমের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সেলিম আহমেদ।

গত ১৫ মার্চ (মঙ্গলবার) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে এই মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অ্যাডভোকেট সেলিম আহমেদের অভিযোগ, ‘টিকটক ভিডিওতে ইসলাম ধর্মের পবিত্র সূরা ফাতেহাকে ব্যঙ্গ করে ভিডিও তৈরি করে তা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত হানে।’

জানা গেছে, ‘পাঙাশ মুক্তা’ নামে পরিচিত এই টিকটকার গত বছর চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর হবিগঞ্জের ধর্মপ্রাণ জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিভিন্ন মহল থেকে প্রতিবাদ জানানো হয়। তবে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিকে হবিগঞ্জের সচেতন মহল দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়