শিরোনাম
◈ ইসরায়েলি ড্রোন হামলায় গাজামুখী ত্রাণবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত, মাল্টার জলসীমা থেকে কর্মী উদ্ধার ◈ কাশ্মীর হামলার পর পাকিস্তানকে ঋণ দেওয়া নিয়ে আইএমএফকে সতর্ক করল ভারত ◈ বিহারে স্কুলের মিড-ডে মিলে মৃত সাপ, শতাধিক শিশু অসুস্থ! ◈ অর্থ সংকটে নভোএয়ারের ফ্লাইট চলাচল বন্ধ, ভবিষ্যৎ অনিশ্চিত! ◈ বিশ্বকাপ বাছাই‌য়ে আগামী জু‌নে চিলি ও কলম্বিয়ার মু‌খোমু‌খি আ‌র্জেন্টিনা ◈ পা‌কিস্তান সফ‌রের আ‌গে আরব আমিরাতের স‌ঙ্গে দু‌টি টি-‌টো‌য়ে‌ন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ◈ উ‌য়েফা কনফারেন্স লিগে সুই‌ডিশ ক্লাব‌কে উ‌ড়ি‌য়ে দি‌লো চেলসি ◈ আজাদ কাশ্মীরের বাসিন্দাদের দুই মাসের খাবার মজুদের নির্দেশ ◈ দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি ◈ যদি কিন্তু ছাড়াই আ.লীগকে নিষিদ্ধ করতে হবে : হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীতে স্ত্রী হত্যা মামলার আসামীকে গণধোলাই দিয়ে পুলিশকে দিলে জনতা

কল‌্যাণ বড়ুয়া. বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের গৃহবধু মিনু আক্তার হত্যা মামলার মূল আসামি তার স্বামী ফরিদুল আলমকে খানখানাবা‌দের নিজ বা‌ড়ি এলাকা‌ থে‌কে গণধোলাই দিয়ে পুলিশের হা‌তে তু‌লে দিল স্থানীয় প্রতিবাদী জনতা।

জনতার গণধোলাইতে  অসুস্থ হয়ে পড়লে  বাঁশখালী থানা পুলিশ বাঁশখালী‌তে প্রাথ‌মিক চি‌কিৎসা শে‌ষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে  রেফার করা হ‌য়ে‌ছে ব‌লে জানা যায়। মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দুপুরে স্থানীয় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ। উল্লেখ্য ১১ এপ্রিল ভো‌র সকা‌লে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশায় শ্বশুড় বাড়িতে থাকা মিনু আক্তারকে ছুরিকাঘাতে পা‌লিয়ে যায় স্বামী ফরিদুল আলম। প‌রে অ‌তি‌রিক্ত রক্ত ক্ষর‌ণে মৃত‌্যুবরণ ক‌রে তিন সন্তা‌নের জননী মিনু আক্তার । এ ঘটনায় নিহত মিনুর ভাই নাছির উদ্দিন বাদী হয়ে নিহ‌তের স্বামী ফরিদুল আলমকে আসা‌মি ক‌রে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থে‌কে ফরিদুল আলম নি‌খোঁজ থে‌কে গতকাল মঙ্গলবার হঠাৎ সে নিজ বা‌ড়ি এলাকা খানখানাবাদ আস‌লে জনতা তা‌কে পিটু‌নি দেয় প‌রে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয় তা‌কে।

বাঁশখালী থানার অ‌ফিসার ইনচার্জ ( ওসি) সাইফুল ইসলাম বলেন,, মিনু আক্তার হত্যা মামলার আসামি ফরিদুল আলমকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সোপর্দ করে।বর্তমা‌নে তা‌কে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে । সে সুস্থ হলে জিজ্ঞাসাবাদ ক‌রে কি কারনে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে জানা যা‌বে ব‌লে তি‌নি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়