শিরোনাম
◈ চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা ◈ ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ ◈ ‘নতুন বেতন কাঠামোতে ভাতা, অবসর সুবিধা ও বিশেষায়িত চাকরির বেতনও অন্তর্ভুক্ত হবে. ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডে নির্বাচন ৪ অক্টোবর ◈ রা‌তে ইং‌লিশ লি‌গে দুই ম্যানচেস্টারের লড়াই ◈ দেশে অবৈধ অস্ত্র আসছে, তা নিয়ে উদ্বেগ আছে: বাবর (ভিডিও) ◈ পেনাল্টিতে ব্যর্থ মেসি, ৩-০ গো‌লে হে‌রে গে‌লো ইন্টার মায়া‌মি ◈ নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট   ◈ জটিল পর্যায়ে নেওয়া হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া : সালাহউদ্দিন আহমেদ ◈ ফরিদপুরে মহাসড়ক অবরোধের প্রধান সমন্বয়ক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সহিংসতা বন্ধের দাবিতে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন

আলমগীর পাঠান, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি : "আমরা বিক্ষুব্ধ আমরা শোকাহত প্রতিবাদ জানাই প্রতিরোধ চাই" এই স্লোগানে বেলাবোতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখা। গণধর্ষণের শিকার নারী সহ দেশব্যাপী নারী, কণ্যা শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যা ও  সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১ টায় উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক রোডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, অর্থ সম্পাদক পারভীন বেগম, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাস, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনূর আক্তার'সহ প্রমুখ।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি বলেন, নারীর ওপর চলমান সহিংসতা বন্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়