শিরোনাম
◈ নুর ইস্যুতে গণঅধিকার পরিষদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ◈ কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ সুপার ফোরে যেতে ◈ গত অর্থবছরে ব্যয় সংকোচনে সরকারের ৫৬৮৯ কোটি টাকা সাশ্রয় ◈ মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা ◈ যাবজ্জীবন সাজার মেয়াদ কমাতে চায় সরকার ◈ ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ◈ মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল ঢাকা আসছে আজ ◈ চীনা দূতাবাস কর্মকর্তাদের দক্ষিণ এশিয়ায় হস্তক্ষেপের অভিযোগ, ভারতকে সতর্ক থাকার আহ্বান তিব্বতের সাবেক প্রধানমন্ত্রী সাংয়ের ◈ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, সেই ফারিয়াসহ তিনজন কারাগারে ◈ ক্যালিফোর্নিয়ায় সোশ্যাল মিডিয়া ব্যবহারে তামাকের মতো সতর্কবার্তা প্রদর্শনের বিল অনুমোদন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটকা মাছ এক রাতেই ধ্বংস করে দিলো পুরো পরিবার!

পিরোজপুরের কাউখালী উপজেলায় পটকা মাছ খাওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের চারজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। বুধবার রাতে উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়নের পশ্চিম চিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কাউখালী থানার ওসি মো. সুলাইমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত শিশুটির নাম ফাতেমা আক্তার (৫)। সে গ্রামের হানিফ সরদারের মেয়ের দিকের নাতনি। এ ঘটনায় আহতরা হলেন শিশুটির মা সাবিনা আক্তার (২০), খালা সীমা (১৮), সুমনা (১৩) এবং নানি আকলিমা আক্তার (৫৫)। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শিশুর নানা হানিফ সরদার জানান, তিনি নদী থেকে অন্যান্য মাছের সঙ্গে পটকা মাছও ধরে এনেছিলেন। রাতে রান্না করা পটকা মাছ খাওয়ার পর তার স্ত্রী, তিন মেয়ে এবং নাতনি অসুস্থ হয়ে পড়েন। তাদের পেটে ব্যথা, বমি এবং খিঁচুনি শুরু হয়। পরে তিনি তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ফাতেমা আক্তারকে মৃত ঘোষণা করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুব্রত কর্মকার বলেন, রাত ২টার দিকে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ফাতেমা আক্তার নামে শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। স্বজনরা জানান, তারা রাতে পটকা মাছ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানান চিকিৎসক সুব্রত কর্মকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়